বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ঘুষের টাকাসহ গ্রেফতার সিভিল এভিয়েশন কর্মকর্তা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

 বেসামরিক বিমান চলাচল কর্তৃৃপক্ষের (সিভিল এভিয়েশন) জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর ও কনসালট্যান্ট এইচ এম রাশেদ সরকারকে ঘুষের টাকাসহ গ্রেফতার করেছে দুদক। গতকাল শুক্রবার উত্তরার একটি রেস্টুরেন্টে ঘুষ লেনদেনের সময় তাকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশনের একটি দল। দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য জানান, টাকার বিনিময়ে পাইলট পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে সিভিল এভিয়েশনের জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর ও কনসালট্যান্ট রাশেদ সরকার একজনের সঙ্গে চুক্তিবদ্ধ হন। চুক্তি অনুযায়ী সেই টাকা নিতে শুক্রবার তারা উত্তরার একটি রেস্টুরেন্টে দেখা করেন। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ঘুষের একলাখ টাকাসহ রাশেদকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, লাইসেন্স যাচাইপূর্বক বাণিজ্যিক পাইলট পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেয়ার জন্য এই ঘুষ নিচ্ছিলেন রাশেদ। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে মামলা করা হবে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন