মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ওয়াটার বাস পরিদর্শন করলেন মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

 সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন গতকাল শুক্রবার কর্ণফুলী নদীতে ওয়াটারবাস সার্ভিস পরিদর্শন করেন। তিনি সদরঘাট টার্মিনাল থেকে ওয়াটারবাস যোগে পতেঙ্গা ঘাটে যান। সেখান থেকে সাটলবাস যোগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছান।
মাত্র ২৫ মিনিটে তিনি চট্টগ্রাম বিমান বিন্দরে পৌছেন, এবং বিমান বন্দর থেকে আবার ২৫মিনিটে সদরঘাট ওয়াটারবাস টার্মিনালে ফেরত আসেন। এত অল্প সময়ে বিমান বন্দরে আসা-যাওয়ার ব্যবস্থায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এ সেবা যেমন সময় বাঁচাবে তেমনি শব্দ ও বায়ু দুষন থেকে যাত্রীদের রক্ষা করবে।

এসময় মেয়রের সাথে ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবলু, কাউন্সিলর সালেহ্ আহমেদ, হাসান মুরাদ বিপ্লব। ওয়াটার বাস সার্ভিসের কর্মকর্তা সাহেলা আবেদিন ও মো: সাব্বাব হোসেন মেয়রকে স্বাগত জানান।
মেয়রকে স্বাগত জানান। যানজটের কারণে বিমান যাত্রীদের ৩০ মিনিটের মধ্যে বিমান বন্দরে পৌঁছে দেওয়ার জন্য এ বিকল্প ব্যবস্থা চালু করা হচ্ছে। খুব শিগগির বাস সার্ভিসটি চালু হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন