শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: নিহত ১, আহত ১৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৯, ১২:৩২ পিএম

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে একজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরকিশোরগঞ্জের কাছে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে চাঁদপুরগামী এমভি বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী এমভি মানিক-৪ লঞ্চের মধ্যে এই সংঘর্ষ হয়। শুক্রবার দিবাগত রাত প্রায় ১টার দিকের এই ঘটনার পর উভয় লঞ্চ গন্তব্য চলে যায়।

নিহত ব্যক্তির নাম মো. হুমায়ুন। তাঁর বয়স ৩৫-৪০ বছর। তার বাড়ি শরিয়তপুরের ভেদরগঞ্জ বলে জানা গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. মোস্তাফিজুর রহমান জানান, বোগদাদিয়া-১৩ লঞ্চের পেটের দিকে মেরে দেয় এমভি মানিক-৪। এতে মানিক লঞ্চের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বোগদাদিয়া লঞ্চেরও ক্ষয়ক্ষতি হয়। মানিক-৪ লঞ্চের এক যাত্রী ঘটনাস্থলেই লঞ্চের ভেতরে চাপা লেগে মারা যান। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কোনো যাত্রী নদীতে পড়ে নিখোঁজ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তারপরও দুর্ঘটনাস্থলে তল্লাশি চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন