বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জাতীয় পার্টি দুর্বল হয়েছে অভ্যন্তরীণ ষড়যন্ত্রে: জিএম কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৯, ৭:১৬ পিএম

জাতীয় পার্টি দুর্বল হয়েছে অভ্যন্তরীণ ষড়যন্ত্রে। এসব ষড়যন্ত্র থেকে দলকে রক্ষা করতে পার্টির নেতাকর্মীদের সজাগ থাকতেও নির্দেশ দিয়েছেন পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

‘আওয়ামী লীগ ও বিএনপির পরেই জাতীয় পার্টি তৃতীয় রাজনৈতিক শক্তি। বিএনপি নেতৃত্ব সংকটে বিলীন হওয়ার আশঙ্কা আছে। সেক্ষেত্রে জাতীয় পার্টিই একমাত্র বিকল্প শক্তি হিসেবে সাধারণ মানুষের সামনে রয়েছে। দেশের মানুষ অনেক আশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।’-জিএম কাদের এসব কথা বলেন।

আজ শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সম্মেলনে জিএম কাদের প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

সম্মেলনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নতুন কমিটির সভাপতি হিসেবে লিয়াকত হোসেন খোকা এমপি এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. বেলাল হোসেনের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

এ সময় জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি দেশ ও জনসাধারণের দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত আছে। দেশের মানুষ জাতীয় পার্টিকে আরও শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দেখতে চায়।

জিএম কাদের বলেন, ৯০ সাল পর্যন্ত জাতীয় পার্টি দেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে ছিল। কিন্তু ৯১ সালের পর থেকে জুলুম-নির্যাতন আর হামলা-মামলা দিয়ে জাতীয় পার্টিকে দুর্বল করার চেষ্টা চললেও তদানীন্তন সরকার তা পারেনি।

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক লিয়াকত হোসেন খোকা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় গোলাম মোহাম্মদ কাদের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সব সময় মনে রাখবেন জাতীয় পার্টি আপনার পার্টি। জাতীয় পার্টি কারও ব্যক্তিগত দল নয়, জাতীয় পার্টি কারও জমিদারি নয়। দলকে আরও সুশৃঙ্খল এবং শক্তিশালী করতে নেতাকর্মীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা জনগণের কথা শুনে, জনগণের জন্য কাজ করে যাচ্ছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
সাইফুল ইসলাম ৭ ডিসেম্বর, ২০১৯, ১১:২৪ পিএম says : 0
সব দলেই কিছু দালাল থাকে।যাদের কাজ সে দলে কলহ সৃষ্টিকরা।জাপাতে সেটা বেশি।এখানে কেউ কেউ আছে যারা শুধু নিজের স্বার্থেজাপাকে কঠিন বিপদে ফেলতেও দ্বিধা করে না।এদের চিহ্নিত করতে হবে।আর সবচেয়ে বড় কথা হলো কোন রাজনৈতিক দলের মূল চালিকা শক্তি সে দলের ছাত্ররাজনীতি যা জাপাতে অপ্রতুল। ছাত্র রাজনীতির এই করুন অবস্থার কারণে দীর্ঘ ছয় বছর বিরোধী দলে থেকে জাপা দল গোছাতে ব্যর্থ।আমি বিশ্বাস করি খুব দ্রুত দালালদের পরিহার করে জাপা এক স্বয়ংসম্পূর্ণ শক্তিশালী দলে পরিণত হবে। সেই সাথে জোড়ালো ভাবে জাপার রাজনীতি কে সচল করতে হবে গোটা বাংলাদেশে।তাহলে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনেে সরকার গঠন করতে পাব বলে আশা ব্যক্ত করছি।
Total Reply(0)
সাইফুল ইসলাম ৭ ডিসেম্বর, ২০১৯, ১১:২৪ পিএম says : 0
সব দলেই কিছু দালাল থাকে।যাদের কাজ সে দলে কলহ সৃষ্টিকরা।জাপাতে সেটা বেশি।এখানে কেউ কেউ আছে যারা শুধু নিজের স্বার্থেজাপাকে কঠিন বিপদে ফেলতেও দ্বিধা করে না।এদের চিহ্নিত করতে হবে।আর সবচেয়ে বড় কথা হলো কোন রাজনৈতিক দলের মূল চালিকা শক্তি সে দলের ছাত্ররাজনীতি যা জাপাতে অপ্রতুল। ছাত্র রাজনীতির এই করুন অবস্থার কারণে দীর্ঘ ছয় বছর বিরোধী দলে থেকে জাপা দল গোছাতে ব্যর্থ।আমি বিশ্বাস করি খুব দ্রুত দালালদের পরিহার করে জাপা এক স্বয়ংসম্পূর্ণ শক্তিশালী দলে পরিণত হবে। সেই সাথে জোড়ালো ভাবে জাপার রাজনীতি কে সচল করতে হবে গোটা বাংলাদেশে।তাহলে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনেে সরকার গঠন করতে পাব বলে আশা ব্যক্ত করছি।
Total Reply(0)
সাইফুল ইসলাম ৭ ডিসেম্বর, ২০১৯, ১১:২৬ পিএম says : 0
সব দলেই কিছু দালাল থাকে।যাদের কাজ সে দলে কলহ সৃষ্টিকরা।জাপাতে সেটা বেশি।এখানে কেউ কেউ আছে যারা শুধু নিজের স্বার্থেজাপাকে কঠিন বিপদে ফেলতেও দ্বিধা করে না।এদের চিহ্নিত করতে হবে।আর সবচেয়ে বড় কথা হলো কোন রাজনৈতিক দলের মূল চালিকা শক্তি সে দলের ছাত্ররাজনীতি যা জাপাতে অপ্রতুল। ছাত্র রাজনীতির এই করুন অবস্থার কারণে দীর্ঘ ছয় বছর বিরোধী দলে থেকে জাপা দল গোছাতে ব্যর্থ।আমি বিশ্বাস করি খুব দ্রুত দালালদের পরিহার করে জাপা এক স্বয়ংসম্পূর্ণ শক্তিশালী দলে পরিণত হবে। সেই সাথে জোড়ালো ভাবে জাপার ছাত্র রাজনীতি কে সচল করতে হবে গোটা বাংলাদেশে।তাহলে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনেে সরকার গঠন করতে পাব বলে আশা ব্যক্ত করছি।
Total Reply(0)
সাইফুল ইসলাম ৭ ডিসেম্বর, ২০১৯, ১১:২৬ পিএম says : 0
সব দলেই কিছু দালাল থাকে।যাদের কাজ সে দলে কলহ সৃষ্টিকরা।জাপাতে সেটা বেশি।এখানে কেউ কেউ আছে যারা শুধু নিজের স্বার্থেজাপাকে কঠিন বিপদে ফেলতেও দ্বিধা করে না।এদের চিহ্নিত করতে হবে।আর সবচেয়ে বড় কথা হলো কোন রাজনৈতিক দলের মূল চালিকা শক্তি সে দলের ছাত্ররাজনীতি যা জাপাতে অপ্রতুল। ছাত্র রাজনীতির এই করুন অবস্থার কারণে দীর্ঘ ছয় বছর বিরোধী দলে থেকে জাপা দল গোছাতে ব্যর্থ।আমি বিশ্বাস করি খুব দ্রুত দালালদের পরিহার করে জাপা এক স্বয়ংসম্পূর্ণ শক্তিশালী দলে পরিণত হবে। সেই সাথে জোড়ালো ভাবে জাপার ছাত্র রাজনীতি কে সচল করতে হবে গোটা বাংলাদেশে।তাহলে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনেে সরকার গঠন করতে পাব বলে আশা ব্যক্ত করছি।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন