শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শিক্ষার্থীদের শিক্ষা জীবন জিম্মি করে আন্দোলন করার যৌক্তিকতা নেই: দীপু মনি

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৯, ৮:২১ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে, সত্যতা পেলে ইউজিসি প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী দীপু মনি।

শনিবার সাভারে পক্ষঘাত পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)’র ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
এসময় মন্ত্রী আরও বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে। তবে সেটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সুষ্ঠ সমাধান হবে। কিন্তু শিক্ষার্থীদের শিক্ষা জীবন জিম্মী করে আন্দোলন করার কোন যৌক্তিকতা নেই।

ট্রাষ্ট ফর দ্যা রিহ্যাবিলিটেশন অফ দ্যা প্যারালাইজড (টিআরপি) এর চেয়ারম্যান সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিআরপি'র প্রতিষ্ঠাতা ভেলরি টেইলর।

এসময় অতিথিরা দরিদ্র প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ারসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. নুরুল কবির, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধি সুরক্ষা ট্রাস্টের সভাপতি ডা. মো. গোলাম রাব্বানীসহ আরো অনেকে।

অনুষ্ঠান শেষে সিআরপি'র প্রতিবন্ধী কর্মী ও শিশুদের চিত্রকর্ম অতিথিদের হাতে উপহার হিসেবে তুলে দেন শিল্পীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন