শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পেঁয়াজ-রসুন বাদ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বিজেপির অর্থমন্ত্রীর সঙ্গে সমাজবাদী পার্টির নেতাও এক সুরে সুর মেলালেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন, যেহেতু তিনি পেঁয়াজ খান না তাই পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে সেরকম কোন অসুবিধা হচ্ছে না তার। অর্থাৎ পরোক্ষভাবে পেঁয়াজ না খাওয়ার দিকেই ইঙ্গিত করেছিলেন তিনি। আর এবারে সমাজবাদী পার্টির নেতা আজম খানও অর্থমন্ত্রীর সুরে সুর মেলালেন।

আজম খান সংবাদ মাধ্যমে বলেন, ‘কি প্রয়োজনীয়তা আছে পেঁয়াজ, রসুন খাওয়ার? পেঁয়াজ, রসুন, মাংস খাওয়া বন্ধ করলেই এই সমস্যা থেকে রেহাই মিলবে।’ তার মন্তব্য, পেঁয়াজ খাওয়া উচিত নয়। এতে দুর্গন্ধ বের হয় মুখ থেকে। একবার এক রানী জানিয়েছিলেন প্রজারা যদি রুটি খেতে না পারে তাহলে তারা যেন কেক খায়, এই মন্তব্যটিও তিনি যোগ করেন।
ভারতে এই মুহ‚র্তে পেঁয়াজের দাম ক্রমেই বেড়ে চলছে। যার ফলে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। অনেক রাজ্যতেই পেঁয়াজের দাম ১০০ পেরিয়েছে। অনেকে আশঙ্কা করছে খুব তাড়াতাড়ি ডবল সেঞ্চুরিও করে ফেলবে পেঁয়াজ। আর এই ধরণের মন্তব্য করাতে সরকারের দুর্বলতাকে সামনে আনছে তা বলার অপেক্ষা রাখে না।
এর আগে নির্মলা সীতারমন জানিয়েছিলেন তিনি এমন এক পরিবার থেকে আসেন যেখানে পেঁয়াজ রসুন বেশী ব্যবহার করা হয় না। অর্থমন্ত্রীর করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম কটাক্ষ করে জানিয়েছিলেন, তাহলে কি উনি অ্যাভোকাডো খান? সূত্র : এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন