আজ সোমবার থেকে নরসিংদী দারুন্নাজাত ইসলামিয়া মাদরাসা খাটেহারায় শুরু হচ্ছে দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলন। সম্মেলনের প্রথম দিন প্রধান অতিথি থাকবেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, দ্বিতীয় দিন প্রধান অতিথি থাকবেন নরসিংদীর মেয়র কামরুজ্জামান কামরুল। প্রথমদিন সভাপতিত্ব করবেন তোফাজ্জল হোসেন সরকার, দ্বিতীয় দিন সভাপতিত্ব করবেন মো. নুরুল হক আফ্রাদ মিলন। প্রথম দিন উদ্বোধন করবেন ড. মশিউর রহমান মৃধা, দ্বিতীয় দিন উদ্বোধন করবেন জয়নাল সরকার। প্রথম দিন বক্তৃতা করবেন মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী, মুফতি ইমরান হোসাইন কাসেমী, মাওলানা মুফতি নুরুল আমিন ফরিদী এবং মাওলানা আব্দুল বারী। দ্বিতীয় দিন বক্তৃতা করবেন মুফতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, শাইখুল হাদিস আল্লামা হামেদ জাহেরী, হাফেজ মাওলানা মহিউদ্দিন ফারুকী এবং মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন