বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বাগদাদে গুলতিে নিহত ২৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

ইরাকে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী প্রতিবাদের অন্যতম প্রাণঘাতী দিনে বন্দুকধারীর গুলিতে অন্তত ২৩ জন নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে রাজধানী বাগদাদে প্রতিবাদের কেন্দ্রস্থলগুলোতে অজ্ঞাত হামলাকারীরা আন্দোলনকারীদের ওপর চড়াও হয়, হামলার মুখে প্রতিবাদকারীরা বিভিন্ন সড়ক ধরে পালিয়ে যায় বলে বিবিসি জানিয়েছে। বেকারত্ব, দুর্নীতি, অপ্রতুল সরকারি সেবা ও ইরানের প্রভাবে অসন্তুষ্ট নাগরিকরা অক্টোবরের প্রথমদিক থেকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করে। তারপর থেকে এ পর্যন্ত চলমান অস্থিরতায় ৪৩০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় সর্বশেষ হামলার বিশৃঙ্খল চিত্র উঠে এসেছে। শুক্রবার রাতে হামলা শুরু হওয়ার পর শনিবার কয়েক প্রহর পর্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ
করে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন