শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মাইলফলকে বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৯, ১০:৩৬ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নতুন মাইলফলক অর্জন করলেন বিরাট কোহলি। স্বদেশি রোহিত শর্মাকে হটিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী এখন বারতীয় অধিনায়ক।
এ ম্যাচে নামার আগে রোহিত শর্মার রান ছিল ১০২ ম্যাচে ২৫৪৭। অন্যদিকে ৭৩ ম্যাচে কোহলির রান সংখ্যা ছিল ২৫৪৪। এদিন ব্যাটিংয়ে নেমে মাত্র ১৫ রান করে আউট হন রোহিত। ফলে তার রান দাঁড়ায় ২৫৬২ রানে।
অন্যদিকে রোহিত শর্মা আউট হলে ব্যাটিংয়ে নামেন কোহলি। এরপর ১৯ রান করে রোহিতকে ছাড়িয়ে যান তিনি। তবে এরপরই আউট হয়ে যান এ ব্যাটসম্যান। এ ম্যাচ শেষে কোহলির রান সংখ্যা ২৫৬৩।
কোহলি ৭৪ ম্যাচে ৫১.২৬ গড়ে এ রান করেছেন। তার ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস ৯৪ রানের। ১৩৬.৪৭ স্ট্রাইকরেটে ২৩ অর্ধশতকে এ রান করেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন