বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মুস্তাফিজে ভরসা রংপুর কোচের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৯, ৩:৫৫ পিএম | আপডেট : ৫:০৮ পিএম, ৯ ডিসেম্বর, ২০১৯

দীর্ঘদিন ধরেই নিজের চেনা ছন্দে নেই মুস্তাফিজুর রহমান। তারপরও এই ফর্মহীন মুস্তাফিজেই ভরসা রংপুর প্রধান কোচ মার্ক ও'ডনেলের। যেকোন সময় জ্বলে উঠতে পারার গুণ বিদ্যমান থাকায় তার উপর থাকায় তার উপর এই আস্থা কোচের।
বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজই একমাত্র পেসার যিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন। এরমধ্যে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ের বছরে আইপিএলের সেরা উদীয়মান তারকার পুরস্কার জেতেন মুস্তাফিজ। ও'ডনেল এ কারণে মুস্তাফিজের টি-টোয়েন্টি অভিজ্ঞতার ওপরে ভরসা করছেন।
আজ সোমবার তিনি বলেন, ‘আজকে মুস্তাফিজ দুই ঘণ্টা বোলিং অনুশীলন করেছে। সে দারুণ বোলিং করেছে। সে কীভাবে আসর শুরু করে সেটাই এখন দেখার বিষয়। টি-টোয়েন্টি ক্রিকেটে সে যথেষ্ট অভিজ্ঞ বোলার। সে খুব ভালোভাবেই জানে যে তাঁর কী করা লাগবে।’
এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৭ ম্যাচ খেলেন মুস্তাফিজ। ৭.৮৭ ইকোনমি রেটে উইকেট নেন ৫২টি।
এ ছাড়া বিপিএল, আইপিএল, পিএসএল মিলিয়ে ৯৫টি ম্যাচ খেলেন মুস্তাফিজ। ৭.৩২ ইকোনমি রেটে উইকেট নেন ১১৪টি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন