মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গাজা উপকূলে কৃত্রিম দ্বীপ বানাবে ইসরাইল

প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনের গাজা উপকূলে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি কৃত্রিম দ্বীপ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে ইসরাইলি সরকার। কৃত্রিম এই দ্বীপটিতে থাকবে একটি বিমানবন্দর, একটি সমুদ্র বন্দর এবং একটি হোটেল। ইসরাইলের গোয়েন্দা ও পরিবহন বিষয়ক মন্ত্রী ইসরাইল কাতজ জানান, এই পরিকল্পনার ফলে অবরুদ্ধ উপকূলটিল আর্থিক সংকট দূর হবে এবং স্থানটি বিশ্বের অন্য জায়গার সঙ্গে যোগাযোগের সুযোগ পাবে। পরিকল্পিত এই দ্বীপটি হবে তিন বর্গমাইল বিস্তৃত এবং তিন মাইল একটি সেতুর মাধ্যমে গাজার মূল ভূখ-ের সঙ্গে একে যুক্ত করা হবে বলেও জানান কাতজ। দ্বীপটির নিরাপত্তা দেখাশোনার দায়িত্ব ইসরাইলের হাতে থাকলেও এর পরিচালনার দায়িত্ব থাকবে ফিলিস্তিনের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে। কাতজ বলেন, যদি ইসরাইলের নিরাপত্তা নিয়ে সমস্যা না হয় তবে গাজার অবরোধ শিথিলের ব্যাপারে তাদের কোনো আপত্তি থাকবে না। তার ভাষায়, বিশ্বের সঙ্গে ২ লাখ মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা আমি সঠিক মনে করি না। সেখানকার লোকজনের জীবন কঠিন করে তোলার মধ্যে ইসরাইলের কোনো স্বার্থ নেই। তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে গাজায় একটি বিমান বন্দর এবং সমুদ্র বন্দর নির্মাণ করা যাচ্ছে না। ফিলিস্তিনিদের মুক্তি আন্দোলন দ্বিতীয় ইন্তিফাদার সময় গাজার বিমান বন্দরটি ধ্বংস করে দিয়েছিল ইসরাইল। সেখানে বর্তমানে একটি ছোট সমুদ্র বন্দর থাকলেও তাতে কন্টেইনার ওঠানামা করানো যায় না। এটা মূলত স্থানীয় জেলেরা ব্যবহার করে। ২০০৭ সালে হামাস ক্ষমতায় আসার পর গাজায় অবরোধ আরোপ করে ইসরাইল এবং মিশর। গাজা দখলের পর থেকে এ পর্যন্ত ইসরাইলের সঙ্গে তিনবার যুদ্ধ করেছে হামাস। গাজার জনগণের জন্য যথেষ্ট নয়।  ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন