শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে অনশনে পাটকল শ্রমিকেরা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৯, ৩:০৬ পিএম

১১দফা দাবিতে চট্টগ্রামে আমরণ অনশনে বসেছে নয়টি পাটকলের শ্রমিকেরা। নগরীর আমীন জুটমিল গেইটে মঙ্গলবার সকাল থেকে চলছে এই কর্মসূচি।
এর আগে মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে সভা-সমাবেশ, ভুখা মিছিল, প্রতীকী অনশন, বিক্ষোভ মিছিল, ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করে আমীন জুটমিলসহ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকেরা।
মিল গেটে পূর্বঘোষিত আমরণ কর্মসূচি শুরু হলে তাদের সাথে সংহতি প্রকাশ করে বিভিন্ন মিলের শ্রমিকেরা যোগ দেন। তারা রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের নেতাদের সঙ্গে মিল গেটে অবস্থান নেন।
আমিন জুট মিল সিবিএ’র দপ্তর সম্পাদক কামাল উদ্দিন বলেন, ১১ দফা দাবিতে নিয়মতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে সারা দেশের মতো চট্টগ্রামেও এই আমরণ অনশন চলছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ বন্ধ রেখে মিল গেটে জড়ো হয়েছেন। সেখানে সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের নেতারা বক্তব্য দিচ্ছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
** হতদরিদ্র দিনমজুর ** ১০ ডিসেম্বর, ২০১৯, ৩:৪৩ পিএম says : 0
পাটকল শ্রমিকদের ১১ দফা মেনে নিন। আজ তারা খুবই অর্থকষ্টে দিনযাপন করছে।সরকার সদয় হোন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন