শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হেগের আদালতে যে বিচারকগণ বসছেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৯, ৪:২১ পিএম

সবকিছুই মোটামুটি ঠিকঠাক রয়েছে। নেদারল্যান্ডন্সের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) অবস্থিত জাতিসংঘের ১৫ সদস্য বিশিষ্ট ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) আজ শুরু হচ্ছে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলার শুনানি।
হেগের এই আদালতে আজকের শুনানিতে সভাপতিত্ব করার কথা রয়েছে সোমালিয়ার বিচারপতি আবদুল কাবী আহমেদ ইউসুফের। সহ-সভাপতি থাকার কথা চীনের বিচারক সুই হানকিন। এছাড়া আদালতের অন্য বিচারকরা হলেন ¯েøাভাকিয়ার বিচারক পিটার তোমকা, ফ্রান্সের বিচারক রোনি আব্রাহাম, মরক্কোর বিচারক মোহাম্মদ বেনোউনা, ব্রাজিলের বিচারক অ্যান্তানিও অগাস্তো ক্যানকাডো ত্রিনডাডে, যুক্তরাষ্ট্রের বিচারপতি জোয়ান ই ডোনোঘুয়ে, ইতালির বিচারক জর্জিও গাজা, উগান্ডার বিচারক জুলিয়া সেবুতিনডে, ভারতের বিচারক দলবীর ভান্ডারি, জ্যামাইকার বিচারক প্যাট্রিক লিপটন রবিনসন, অস্ট্রেলিয়ার বিচারক জেমস রিচার্ড ক্রফোর্ড, রাশিয়ার বিচারক কিরিল জেভোরজিয়ান, লেবাননের বিচারক নাওয়াফ সালাম এবং জাপানের বিচারক ইউজি ইয়াসাওয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন