শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

এমআইএসটির ২০তম কাউন্সিল সভা

আইএসপিআর | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

মিরপুর সেনানিবাসস্থ মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) এর ২০তম কাউন্সিল সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রীকে স্বাগত জানান এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সভায় এমআইএসটির বেসামরিক ছাত্র-ছাত্রীদের জন্য হোস্টেল এবং ফ্যাকাল্টি ও স্টাফদের আবাসনের জন্য জমি ক্রয়, কাউ›েসলিং এন্ড প্লেসমেন্ট সেন্টার (সিপিসি) গঠন, এমআইএসটি শৃংখলা নীতিমালা-২০১৯ অনুমোদন, ফ্যাকাল্টিদের পদোন্নতি, অসামরিক ফ্যাকাল্টিগণের উচ্চতর শিক্ষা, ২০২১ সাল হতে এমআইএসটির বিভিন্ন বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ভর্তির আসন সংখ্যা অনুমোদন এবং এমআইএসটির অধীনে সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিইডব্লিউএম) চালু করার বিষয় বিস্তারিত আলোচনা এবং বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিমান বাহিনী প্রধান, সেনা, নৌ ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ভিসি বিইউপি, ইঞ্জিনিয়ার-ইন-চীফ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, অর্থ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ প্রতিনিধি উপস্থিত ছিলেন।-আইএসপিআর

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন