রাজধানীর বনানী থেকে এক চীনা নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। চীনা ওই নাগরিকের নাম জে জিয়াং ফি। বুধবার সাড়ে ১২টার সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বনানী থানার ওসি নূরে আজম মিয়া জানান, বনানীর রোড নম্বর ২৩ এর ৮২ নম্বর বাসার পেছনে লাশ মাটিচাপা দেওয়া অবস্থায় ছিল। সেখান থেকে লাশ উদ্ধার করা হচ্ছে। এটি হত্যাকাণ্ড। কেন এবং কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন