বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মোড় ঘুরাতে পারেন তরুণরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন আজ। ১৯২৩ সালের পর প্রথম দেশটিতে ডিসেম্বর মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলীয় কোন্দলে জর্জরিত ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির জন্য নতুন দিক নির্দেশনা বয়ে আনবে এ নির্বাচন। আর লেবার পার্টির সামনে দীর্ঘ বিরতির পর ক্ষমতায় আসার হাতছানি। দুটি দলই তাকিয়ে আছে নতুন নিবন্ধিত ভোটারদের দিকে। কারণ, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে মোড় ঘুরাতে পারেন এই তরুণরাই। খবরে বলা হয়, ব্রিটিশ ইতিহাসের অন্যতম গুরুত্বপ‚র্ণ এ নির্বাচনে, সব হিসাব-নিকাশের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন তরুণ ভোটাররা। ব্রিটেনে সাধারণত তরুণদের ভোট দেয়ার প্রবণতা খুবই কম। তবে এবারের নির্বাচনে এর ব্যতিক্রম হতে পারে বলে মনে করছেন লন্ডনের মেয়র সাদিক খান। এবারের নির্বাচনে শুধু ভোটার হিসেবেই নয়, প্রার্থী হিসেবেও তরুণদের উপস্থিতি লক্ষণীয়। বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনে বিরুদ্ধে নির্বাচনে লেবার পার্টির হয়ে লড়ছেন ২৫ বছর বয়সী আলী মিলানী। ভোটার নিবন্ধনের শেষদিনে তরুণদের অংশগ্রহন ছিল সবচেয়ে বেশি। বিবিসি, গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন