শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ত্রিপুরায় মোবাইল-ইন্টারনেট এসএমএস পরিষেবা বন্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

নাগরিকত্ব বিলের বিরুদ্ধে ছাত্র সংগঠনগুলোর ডাকা বন্্ধ আর প্রতিবাদ বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের ত্রিপুরা। উদ্ভ‚ত পরিস্থিতিতে উত্তর-প‚র্বাঞ্চলীয় ১২ ঘণ্টার জন্য মোবাইল-ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সরকার। উত্তর-প‚র্ব ফ্রন্টিয়ার রেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অবরোধের ফলে বহু ট্রেন যাত্রা বাতিল করা হয়েছে। আগরতলার বিক্ষোভ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সেøাগান উঠার পরই যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয় রাজ্য সরকার। একজন কর্মকর্তা সংবাদসংস্থা এএনআই-কে বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় কিছু গুজব ছড়িয়ে অশান্তি পাকানোর চেষ্টার খবর পেয়েছে পুলিশ। এরপরই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।’ এর আগে, উত্তর-প‚র্বের এই রাজ্যের ধালাই জেলার অন-উপজাতি মালাকানাধীন একটি বাজারে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। বনধের কারণে মঙ্গলবার ত্রিপুরা ছাড়াও আসামের গুয়াহাটিসহ উত্তর-প‚র্বাঞ্চলীয় বিভিন্ন স্থানে জনজীবন থমকে যায়। রাজপথে টায়ার জ্বালিয়ে প্রতিবাদে শামিল হন বিক্ষোভকারীরা। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন