বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

৩০ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

রাজধানীতে কোস্ট গার্ডের অভিযান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান চাঁদপুরের একটি দল রাজধানীর চকবাজার থানাধীন ছোটকাটরা এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে ১ কোটি ৫০ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ত্রিশ কোটি টাকা। গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার লেঃ এ এস এম লুৎফর রহমানের নেতৃত্বে চকবাজারে চক মোগলটুলী এলাকার তিনটি গুডামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময় সৈয়দ মোঃ আলমগীর, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স উপস্থিত ছিলেন। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন-শৃংখলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি এবং দেশের মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ কারেন্ট জাল ব্যবহার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে কোস্ট গার্ড সূত্রে জানা গেছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন