রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

আফ্রিদি এলেন আর গেলেন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৯, ২:৪৮ পিএম | আপডেট : ২:৪৮ পিএম, ১২ ডিসেম্বর, ২০১৯

ফাইল ছবি


 

১১ ওভারে দলের রান ৭৭। উইকেট দুটি। এরপর ১৫ ওভারে দলের স্কোর ৯১/৭! এরমাঝে প্রত্যেকেই এসেছেন আর গেছেন। ব্যতিক্রম ছিলেন না আফ্রিদিও। দলের বিপর্যয়ে এই হার্ডহিটারকে বড্ড প্রয়োজন ছিল ঢাকার। কিন্তু রবি বোপারার প্রথম বলেই উড়িয়ে মারতে গিয়ে উইকেটরক্ষকের হাতে বল তুলে দিয়ে ফিরে আসেন তিনি। ক্রিকেটের ভাষঅয় ‘গোল্ডেন ডাক;। মেহেদী হাসান মিরাজ ৩ রানে অপরাজিত আছেন।
দলীয় সংগ্রহ ১৫ ওভার শেষে ৯১/৭

তামিম-লুইসকে হারিয়ে বিপাকে ঢাকা

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চলছে বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় দিনের খেলা। প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী রয়্যালস।

অধিনায়ক আন্দ্রে রাসেলসহ বাকি বোলররা দিচ্ছেন সেই সিদ্ধান্তের প্রতিদান। দলীয় মাত্র ১৫ রানে দেশসেরা ‍ওপেনার তামিম ইকবালকে (৫) ফিরিয়েছেন আবু জায়েদ রাহী।

সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আরেক মারকুটে ব্যাটসম্যান লুইস ইভান্সকেও (১৩) হারাল ঢাকা। এবার শিকারির ভুমিকায় অভিজ্ঞ পেসার ফরহাদ রেজা।

৯ ওভার শেষে ঢাকার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৬৩। আনামুল হক বিজয় অপরাজিত আছেন ৩১ রান নিয়ে। তাকে সঙ্গ দিচ্ছেন ১২ রান করা তরুণ জাকের আলী।

একই ভেন্যুতে সন্ধ্যায় মুখোমুখি হবে দারুণ হয়ে আসর শুরু করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন