শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাবনার হাট-বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল হচ্ছে

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৯, ৫:১৩ পিএম

পাবনায় পেঁয়াজের দাম স্থিতিশীল হতে শুরু করেছে। জেলার চাটমোহর, সুজানগর,সাঁথিয়ার হাট-বাজারে বিপুল পরিমান নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। উপজেলা ও জেলা শহরে নতুন পেঁয়াজ আসায় প্রতি কেজি নতুন পেঁয়াজ ১শত টাকা দরে বিক্রি হচ্ছে । পুরাতন পেঁয়াজ ১২০ টাকা কেজিতে নেমে এসছে। গত ২ মাস যাবৎ সারা দেশব্যাপী পেঁয়াজের লাগামহীন মূল্য বৃদ্ধি করে এক শ্রেণীর চুটিয়ে ব্যবসা করেছেন। এখন তাদের পেঁয়াজ নিয়ে আর ব্যবসা না করলেও হবে বলে মন্তব্য করলেন, শহরের হেলাল সাহেব । তা ভালো স্বস্তিতে এসেছে পেঁয়াজ। শহরের কাঁচা তরিতরকারি ব্যবসায়ী আব্দুস সালাম আজ জানালেন, পেঁয়াজের দাম আরও কমবে। পেঁয়াজের সাথে সাথে শীতকালীন সবজির দামও কমছে। কাঁচা মরিচের ঝাল কমেছে। আড়াই শত কাচাঁ মরিচ ১০ টাকা । প্রতি কেজি ৪০ টাকা । শিমের দাম আরও এক আরও কমেছে । এক কেজি শিম ৩০ টাকা শহরের বাজারে বিক্রি হচ্ছে। তার কথায় সবজির দামই কমছে। এ কথা বললেন, ভাই ‘ পেঁয়াজের সাথে অন্যান্য সবজির দাম বৃদ্ধির ঘটনা আগে এই রকমভাবে হয়নি। এবার ২৫০ টাকা দরে কেজিতে পেঁয়াজ দাম বৃদ্ধির হওয়ায় প্রায় সব সবজির দাম বেড়ে যায়। এখন কমছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ময়নুল হক সরকার বলেন, আগামী সপ্তাহ থেকে মূলকাটা নতুন পেঁয়াজ পুরাদমে বাজারে আসবে । পেঁয়াজের বাজার একেবারে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। আজ বৃহষ্পতিবার একই ধরণের কথা জানালেন, পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরর উপ পরিচালক কৃষিবিদ আজহার আলী ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন