আল কোরআন
আপনি আপনার প্রতিপালকের দিকে হেকমত ও উপদেশ দ্বারা আহবান করুন এবং তাদের সাথে উত্তম পন্থায় তর্ক করুন। তাঁর পথ থেকে কে পথভ্রষ্ট হয় সে ব্যাপারে আপনার প্রতিপালক অধিক জ্ঞাত এবং কে হেদায়াতপ্রাপ্ত তাও তিনি সবিশেষ অবহিত।(নাহল ১৬/১২৫)।
আল হাদীস
হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূল (সাঃ) বলেছেনঃ যাঁর হাতে আমার জীবন রয়েছে তাঁর শপথ । তোমাদের কেউ ঈমানদার হবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও পুত্রের তুলনায় প্রিয়তর হই। -[বুখারীঃ ১৩]
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন