শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ায় ঢাবি শিক্ষকদের উদ্বেগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৯, ৮:৪৮ পিএম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা। এক বিবৃতিতে তারা বেগম খালেদা জিয়ার জামিন ও মুক্তির দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিক্ষকরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয়ার ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও হতাশা ব্যক্ত করছি।

তারা বলেন, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, ২০০৮ সালে একটি নীল নকশার নির্বাচন এবং ২০১৪ ও ২০১৮ সালে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বর্তমান সরকার শুরু থেকেই বিএনপিকে ধ্বংস ও জিয়া পরিবারকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে নানাভাবে হয়রানী করে আসছে। এরই অংশ হিসেবে বেগম খালেদা জিয়াকে দুর্নীতির ভিত্তিহীন সাজানো মামলায় সাজা দিয়ে দীর্ঘ দিন ধরে কারাগারে আটক করে রেখেছেন। প্রবীণ এ সাবেক প্রধানমন্ত্রী কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পরায় গত কয়েক মাস আগে তাঁকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পরিবার ও দেশবাসীর দাবি সত্ত্বেও তাঁকে জামিন দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না।

সাদা দলের শিক্ষকরা আশঙ্কা প্রকাশ করে বলেন, আমাদের আশঙ্কা বিজ্ঞ আদালত খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কিত রিপোর্টটি যথাযথ ছিল না। সরকারের অশুভ হস্তক্ষেপের কারণে চিকিৎসকগণ হয়ত যথাযথ রিপোর্ট দিতে পারেননি।

তারা বলেন, ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ আজ এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক ইইইউ এর প্রতিবেদন মতে, বাংলােেদশে এখন চলছে “এক হাইব্রিড রেজিম”। আমরা এ অবস্থার দ্রুত অবসান এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা চাই। আর সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার স্বার্থে ও মানবিক বিবেচনায় বেগম খালেদা জিয়ার জামিন এবং অবিলম্বে তাঁর মুক্তি দাবি করছি।

সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলামের স্বাক্ষরে বিবৃতিদাতা শিক্ষাকরা হলেন- প্রফেসর মো. লুৎফর রহমান, প্রফেসর ড. মোঃ মোর্শেদ হাসান খান, প্রফেসর ড. সদরুল আমিন, প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন খান, ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ড. মো. আবুল কালাম সরকার, এম এ কাউসার, ড. মো. শফিকুর রহমান, ড. মো. শহীদুল ইসলাম, ড. মোঃ আনোয়ারুল ইসলাম, ড. মো. শহিদুল ইসলাম, মো. আল আমিন, ড. এ এস এম আমানুল্লাহ, ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ড. মামুন আহমেদ, ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ড. এটিএম জাফরুল আজম, ড. এস. এম. মোস্তফা আল-মামুন, ড. শেখ মনির উদ্দিন, ড. মোঃ মহিউদ্দিন, ড. মোঃ গোলাম রব্বানী, ড. মো: আবদুর রশীদ, ড. মোঃ হাসান উজ্জামান, মো. আতাউর রহমান বিশ্বাস, মুক্তার আলি, ড. মো. নুরুল আমিন, ইসরাফিল প্রামাণিক, ড. মোঃ মেহেদী মাসুদ, ড. মোহাম্মদ আলী জিন্নাহ, মো. মাহফুজুল হক, ড. লায়লা নূর ইসলাম, ড. কামরুজ্জামান, ড. মোঃ এমরান কাইয়ুম, ড. হায়দার আলী, ড. মো. এনামুল হক, ড. দিলীপ কুমার বড়ূয়া, ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া, ড. মো. আসলাম হোসেন, রাশীদ মাহমুদ, আ কা ফিরোজ আহমদ, ড. মোঃ নুরুল ইসলাম, মোহাম্মদ সফিউল্ল্যাহ, ড. মোঃ সাইফুল ইসলাম, ড. বোরহান উদ্দীন খান, মো. মাহ্ফুজুল ইসলাম, তাহমিনা আখতার, ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, ড. শেখ নজরুল ইসলাম, ড. মোঃ আতাউর রহমান মিয়াজী, মোঃ মুজাহিদুল ইসলাম, ড. ছিদ্দিকুর রহমান নিজামী, আহমেদ জামাল আনোয়ার, এএসএম মহিউদ্দিন, এবিএম শহিদুল ইসলাম, ড. সৈয়দ আলী আহসান, ড. নেভিন ফরিদা, ড. মোবাশ্বের মোনেম, ড. মুসলেহ উদ্দিন তারেক, মোঃ মাজহারুল আনোয়ার, ড. মোঃ আবদুর রব, ড. মোঃ আবদুল কাইয়ুম, ড. মোঃ আবুল বাসার, কাওসার হোসেন টগর, ড. মোঃ আশরাফুল ইসলাম চৌধুরী, ড. মোঃ আনিছুর রহমান খান, ড. মোঃ কামরুল এহসান, ড. মোঃ সায়েদুল ইসলাম, ড. খোন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, ড. আমিনুল ইসলাম ভূইয়া, ড. মোঃ খলিলুর রহমান, ড. বাবুনা ফায়েজ, ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী, ড. এএ মাহবুব উদ্দিন চৌধুরী, শামীম শামছি, ড. মাহমুদ ওসমান ইমাম, ড. মুস্তাফিজুর রহমান, ড. রাজিয়া বেগম, ড. সাহিদা ইসলাম, ড. ছগীর আহমেদ, ড. জাহিদুল ইসলাম, ড. সিরাজুল হক, ড. মো. শামসুল আলম, মোহাম্মদ আসাদুজ্জামান, ড. ইউসুফ ইবনে হোসাইন, ড. মো. মাসুদ আলম, ড. শেখ মো. ইউসুফ, আবদুল আজিজ, ড. মোঃ আনোয়ারুল আজিম আখন্দ, ড. শাহনুর হোসাইন, সাবরিনা শাহনাজ, রেজা আসাদ হুদা অনুপম, ড. মো আজহারুল ইসলাম, ড. মোঃ আব্দুল মজিদ, ড. মোহাম্মদ কামরুজ্জামান, ড. মোহাম্মদ জসীম উদ্দিন, ড. মোঃ আবদুল করিম, ড. মোঃ আবদুস সালাম, ড. মোঃ আখতারুজ্জামান, ড. মোঃ নাদিরুজ্জামান মন্ডল, ড. মহব্বত আলী, ড. মোঃ খলিলুর রহমান, ড. মোঃ জাকির হোসেন খান, ড. আফরোজ সুলতানা চ্যামন, ড. আবদুস সালাম, ড. আরিফ বিল্লাহ, ড. নাজমুল আহসান, ড. এএইচএম জুলফিকার আলী, ড. মোঃ সাইফুল ইসলাম, ড. মুহাম্মদ মেজবাহ উল ইসলাম, ড. মু: মুছলেহ উদ্দীন, ড. মুহাম্মদ আবদুল লতিফ, ড. মুহাম্মদ ইউসুফ, ড. মুহাম্মদ মুসলেহ উদ্দিন, ড. মুহাম্মদ শামছুল আলম, ড. শাকিল উদ্দিন আহমেদ, ড. মুর্শিদা বেগম, মৌটুসী তানহা, ড. মোহাম্মদ আজহারুল ইসলাম, ড. মোহাম্মদ শরীফুর রহমান, ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবুল কায়সার, ড. মোঃ রুহুল আমিন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সফিকুল ইসলাম, সেহেলী পারভীন, ড. গোলাম রব্বানী, মোহাম্মদ দাউদ খান, মোহাম্মদ আবু ইউসুফ, মোহাম্মদ আবুল কালাম আজাদ, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ মামুন চৌধুরী, মোহাম্মদ ওমর ফারুক, ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূইয়া, ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ড. মোঃ বেলাল হোসেন, মোঃ মেহেদী হাসান খান, ড. মিরাজ কুবাদ চৌধুরী, ড. শাহ এমরান, ড. সেলিম রেজা, ড. হাফিজউদ্দিন ভূঁইয়া, মোঃ আবদুল কাদির, মোঃ আলমগীর হোসেন, মোঃ আজহারুল ইসলাম, ড. মোঃ তাজুল ইসলাম, ড. মোঃ মিজানুর রহমান, মোঃ নুরুল ইসলাম, ড. মোঃ রবিউল ইসলাম, মোঃ রবিউল হক, মোঃ কুতুব উদ্দিন, ড. কাজী মোস্তাক গাউসুল হক, ড. মোঃ জসিম উদ্দীন, আনম সালাহ উদ্দিন, ড. হাসান তালুকদার, মো. রাশেদুজ্জামান, কাজী মাহবুবুর রহমান, আবদুস সালাম, মোঃ আলমগীর হোসেন সম্রাট, আবু আসাদ চৌধুরী, জনাব আমিরুস সালাত, ড. নাজমুজ্জামান ভূইয়া, নুসরাত ফাতেমা, ড. এটিএম মোস্তফা কামাল, মাহবুব কায়সার, ড. মুহাম্মদ রুহুল আমিন, ড. মুহাম্মদ জহিরুল ইসলাম, মোঃ নুরুল আমিন, ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক, ওমর ফারুক, সাইফুদ্দিন আহমেদ, ড. হাফিজ মুজতবা রিজা আহমাদ, ড. মো. সানাউল্লাহ, মো. রফিকুল ইসলাম, ড. মঈনুল ইসলাম, ড. মু আরিফুল হক, ড. মোহাম্মদ কামরুজ্জামান, ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন