শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মন্দার মুখে ভারতের অর্থনীতি : এডিবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৯, ১:২৬ এএম

ভারতের অর্থনীতি মন্দার মুখে দাঁড়িয়ে আছে বলে জানিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ওয়ান ইন্ডিয়া। এডিবি জানায়, আগামী অর্থবছরে দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি পাঁচ দশমিক এক শতাংশের আশেপাশে থাকবে। তবে বেশকিছু সহায়ক নীতিমালা গ্রহণ করলে এই অর্থবছরের মধ্যেই জিডিপির প্রবৃদ্ধি ছয় দশমিক পাঁচ শতাংশে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন এডিবির অর্থনৈতিক বিশেষজ্ঞরা। বর্তমানে ভারতের জিডিপি প্রবৃদ্ধির পরিমাণ পাঁচ শতাংশের নিচে ঘোরাফেরা করছে। গত কয়েক মাস ধরেই দেশটির জিডিপি নিম্নমুখী হওয়ায় উদ্বিগ্ন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এডিবির মতে, ভারতে কর্মসংস্থান ও গ্রামীণ পণ্যের চাহিদা কমে যাওয়ায় এবং নন-ব্যাংকিং সেক্টরে সংকট ও উত্থানপতন এই অবস্থার জন্য দায়ী। পাশাপাশি বেকারত্ব বৃদ্ধি, চাষিদের ফসলের ন্যায্য দাম না পাওয়াসহ বেশকিছু কারণ ভারতের জিডিপির প্রবৃদ্ধি বাড়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে মনে করে এডিবি। ওয়ান ইন্ডিয়া।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ash ১৩ ডিসেম্বর, ২০১৯, ৫:৩০ এএম says : 0
VERY GOOODDDDDDD
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন