বলিউড শীর্ষ পাঁচ
১ পতি পত্নী অওর উও
২ পানিপথ
৩ কমান্ডো থ্রি
৪ পাগালপান্তি
৫ মারযাবাঁ
পতি পত্নী অওর উও
মুদাসসার আজিজ পরিচালিত রোমান্স কমেডি।
অভিনব ত্যাগী ওরফে চিন্টু (কার্তিক আরিয়ান) এক তরুণ সরকারি চাকুরে। পারিবারিক ব্যবস্থাপনায় বেদিকাকে (ভূমি পেদনেকার) বিয়ে করে চিন্টু। ভালই কাটছিল তাদের সংসার তপস্যা সিং (অনন্যা পা-ে) তাদের মাঝে আসার পর। চিন্টুর একঘেয়ে জীবনে এক মাত্রা যোগ করে তপস্যা। তপস্যা তার বুটিক শপের জন্য কানপুর এসেছে, এখন চিন্টু বেদিকার চেয়ে তপস্যার সঙ্গেই বেশি সময় কাটাতে আগ্রহী। দাম্পত্য জীবনের কথা ভেবে চিন্টু এরপরও তপস্যার সঙ্গে সম্পর্কের ব্যাপারে দ্বিধায় ভোগে। তার এই দ্বিধার আগুনে ঘৃতাহুতি দেয়ে বন্ধু ফাহিম (অপরশক্তি খুরানা)। স্বাভাবিকভাবেই এই ত্রিমুখী সম্পর্ক নিয়ে ভীষণ বিভ্রান্তি ও নাটকীয়তার জন্ম হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত এই বিভ্রান্তি কি কাটবে? শেষ পর্যন্ত কার সঙ্গে থাকবে চিন্টু?
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন