শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ময়মনসিংহে ৫ দিনব্যাপী ইসলামী বইমেলা শুরু

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০৮ এএম

 মহান বিজয়ের মাস উপলক্ষে ময়মনসিংহে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিভাগীয় ইসলামি বইমেলা। সৃজনশীল ইসলামি পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী সমিতি এ মেলার আয়োজন করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের মুসলিম ইনস্টিটিউট চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। এ সময় ময়মনসিংহ বড় মসজিদের ইমাম ও খতিব আল্লামা আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুইয়া, অধ্যক্ষ মো. কামরুল হাসান মিলন, একে এম ফখরুল আলম বাপ্পি চৌধুরী প্রমুখ।
আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। আগামী শনিবার বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের লেখক আড্ডা অনুষ্ঠিত হবে মেলা প্রাঙ্গণে। মেলায় ২৪টি ইসলামি পুস্তক প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এ মেলা শেষ হবে আগামী ১৬ ডিসেম্বর।

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন