শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘রোনালদো নির্ভর’ পর্তুগালের ‘বাধা’ ক্রোয়েশিয়া

প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : গ্রুপ পর্বে অনেক ধাক্কা খেয়েছে পর্তুগাল। আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইউরো অভিযান শুরু করে পর্তুগাল। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে চাপে পড়ে গিয়েছিল রোনালদো আর তার দল। গত বুধবার গ্রæপ পর্বের শেষ ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে তিন বার পিছিয়ে পড়েও রোনালদোর নৈপুণ্যে ৩-৩ ব্যবধানে ড্র করে পর্তুগাল। মূল্যবান ১ পয়েন্ট এনে দিতে জোড়া গোল করার পাশাপাশি নানির গোলটিতে সহায়তা করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রæপ পর্যায়ের সেরা চারটি তৃতীয় স্থানের দলের একটি হয়ে নক-আউট রাউন্ডে উঠে পর্তুগাল। তবে এবারের ইউরোতে তাদেরকে বিস্ময় উপহার দেয়ার দিন শেষ হয়ে গেছে বলে মনে করেন দেশটির তারকা এই ফরোয়ার্ড। ফ্রান্সের লঁসে আজ রাতে শেষ ষোলোর ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। নকআউট পর্বের লড়াই নিয়ে রোনালদো বলেন, ‘আমি মনে করি না, ইউরোপিয়ান ফুটবলে আর বেশি বিস্ময় আছে। গ্রæপ পর্বে হয়ত বিস্ময় থাকতে পারে কিন্তু বড় দেশগুলো সব সময়ই ফাইনালে পৌঁছায়।’
শেষ ষোলোর ম্যাচটিতে পর্তুগাল-ক্রোয়েশিয়ার সম্ভাবনা পঞ্চাশ-পঞ্চাশ বলে মনে করেন রোনালদো। স্পেনকে হারিয়ে গ্রæপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আসা ক্রোয়েশিয়াকে কঠিন দল বলেও মানছেন তিনি। তবে পর্তুগালও চ্যালেঞ্জ জয় করে ভালো কিছু পেতে পারে বলে মনে করেন রোনালদো, ‘আমি মনে করি, চ্যালেঞ্জের জন্য পর্তুগালও যথেষ্ট ভালো। বিশ্বের সেরা লিগগুলোতে খেলা বড় সব খেলোয়াড় আছে পর্তুগালের। তাই কেন নয়? এখন মাঠে আমাদের সংঘবদ্ধ থাকতে হবে এবং আশা করি যে ভাগ্য আমাদের সঙ্গে থাকবে। আমাদের ভালো খেলোয়াড় আছে, ফের্নান্দো সান্তোস একজন ভালো কোচ এবং আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে।’
রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড রোনালদো তার ব্যক্তিগত লক্ষ্যের কথাও জানালেন, ‘আমি সব সময়ই বলেছি, দেশের হয়ে বড় একটি শিরোপা জয় করা আমার ব্যক্তিগত একটি স্বপ্ন। আমি আমার ক্যারিয়ারে অনেক বড় শিরোপা জিতেছি, যত বড় শিরোপা জেতা যায় তা জিতেছি, কিন্তু দেশের হয়ে একটি শিরোপা জেতা সব সময়ই গুরুত্বপূর্ণ।’
তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর উপর পর্তুগাল অতিরিক্ত মাত্রায় নির্ভরশীল বলে মনে করেন ডিয়াগো ম্যারাদোনা। আর এটা দেশটির জন্য বুমেরাং হতে পারে বলে জানিয়েছেন আর্জেন্টিনার এই ফুটবল কিংবদন্তি। ভারতের দ্য টাইমস অব ইন্ডিয়াতে লেখা এক কলামে মারাদোনা বলেন, ‘পর্তুগাল রোনালদোর উপর অনেক বেশি নির্ভরশীল। হাঙ্গেরির বিপক্ষে দারুণ খেলেছে সে, কিন্তু সে ক্লিক না করলে তাদের শক্তি অর্ধেক হয়ে যায় এবং ট্যাকটিক্যালি বিচক্ষণ ক্রোয়াটরা তার যোগান কমিয়ে দেওয়া নিশ্চিত করবে। তাকে হয়ত জায়গার জন্য চারদিকে ঘুরতে হবে এবং সে এটা কত ভালোভাবে করে তার উপর পর্তুগালের সাফল্যের সম্ভাবনা নির্ভর করে।’
ক্রোয়েশিয়া দলের প্রশংসা করে মারাদোনা বলেন, ‘ইউরোপের বেশিরভাগ দলের মতো ক্রোয়াটরা ট্যাকটিক্যালি খুব ভালো, যারা রক্ষণে কোনো কিছু উপহার দেয় না। দলটির বিশেষত্ব মনে হচ্ছে তাদের অল্প কিছু স্পর্শে অনেক গতিময় প্রতিআক্রমণ করার সামর্থ্য তাদের আছে। রোনালদোর দল রক্ষণাত্মক খেললে এবং প্রতিআক্রমণে গোল করার জন্য অপেক্ষা করলে পর্তুগালের বিপক্ষে (ক্রোয়েশিয়ার) ভিন্ন অভিজ্ঞতা হবে। এই ক্ষেত্রে ক্রোয়েশিয়াকে জায়গা তৈরি করতে হবে এবং ‘প্ল্যান বি’-তে যেতে হবে। (লুকা) মড্রিচ ও (ইভান) রাকিতিচ মাঝমাঠে আছে বলে তাদের কাছে এটা আশা করছি।’শেষ ষোল’য় মুখোমুখি
তারিখ সময় ম্যাচ ভেন্যু
২৫ জুন সন্ধ্যা ৭টা সুইজারল্যান্ড-পোল্যান্ড সাঁতে ইচেনা
রাত ১০টা ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড প্যারিস
রাত ১টা ক্রোয়েশিয়া-পর্তুগাল লঁস
২৬ জুন সন্ধ্যা ৭টা ফ্রান্স-আয়ারল্যান্ড লিওঁ
রাত ১০টা জার্মানি-¯েøাভাকিয়া লিল
রাত ১টা হাঙ্গেরি-বেলজিয়াম তুলুজ
২৭ জুন রাত ১০টা ইতালি-স্পেন সাঁ-দেনি
রাত ১টা ইংল্যান্ড-আইসল্যান্ড নিস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন