বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মঠবাড়িয়ায় সংসদ সদস্যের ওপর হামলার অভিযোগে ২২ জনকে আসামী করে মামলা বিচারের দাবিতে আ’লীগের মিছিল

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৯, ৬:০৬ পিএম

পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য ও জাতীয় সংসদের হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডাঃ রুস্তম আলী ফরাজীর ওপর হামলার ঘটনায় সরকার দলীয় ২২ নেতা-কর্মী কে আসামী করে বৃহস্পতিবার রাতে থানায় মামলা হয়েছে। সংসদ সদস্যের গণসংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। এ হামলার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে উপলজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বরের নেতৃত্বে পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে আ’লীগ নেতাকর্মীরা।
মামলা সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে “সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেট শেয়ার আগে” র্শীষক সেমিনার শেষে সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজী উপজেলা পরিষদ দিয়ে বাসায় যাওয়ার সময় দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আসামীরা সাংসদের গাড়ির গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে হামলার চেষ্টা চালায়। এ সময় আসামীরা আইনশৃংখলা বাহিনীর সদস্যদের তৎপরতায় খুন জখমের হুমকি ও ভয় ভীতি প্রদর্শন করিয়া পালিয়ে যায়।
সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা হাসান মিয়া বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত ও ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান নিজামের নেতৃত্বে সাংসদেরেক হত্যার চেষ্টায় এ হামলা করে।
উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত বলেন, আমি ঘটনার সময় সেখানে ছিলাম না।
আমি উপজেলা পরিষদ থেকে বের হয়ে বাসায় চলে গেছি। এরপর কি ঘটছে তা তো আমার জানার কথা না।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান মামলার সত্যতা স্বীকার করে বলেন, এ মামলার আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে। এ ছাড়া এ হামলার পর থেকেই পৌরশহরে অতিরিক্ত পুলিশ মোতায়েনর করা হয়েছে।
ছবি আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন