বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গাজার খ্রিস্টানদের বেথেলহেম জেরুজালেম যেতে না দেয়ার নিন্দা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

চলতি বছরের ক্রিসমাস উদযাপনে গাজা উপত্যকার খ্রিস্টানদের বেথেলহেম ও জেরুজালেমের মতো পবিত্র শহরগুলোতে ভ্রমণের সুযোগ দেয়া হবে না। বৃহস্পতিবার ইসরাইলি কর্তৃপক্ষ এমন দাবি করেছেন। গাজার খ্রিস্টানদের দেশের বাইরে যেতে অনুমতি দেয়া হলেও তাদের ইসরাইল ও অধিকৃত পশ্চিমতীরে যাওয়ার সুযোগ দেয়া হচ্ছে না। ফিলিস্তিনিদের সঙ্গে সামরিক যোগাযোগ বিষয়ক একজন মুখপাত্র এমন তথ্য দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে। প্রতিরোধ আন্দোলন হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা কঠোরভাবে অবরোধ আরোপ করে রেখেছে ইসরাইল। ওই মুখপাত্র বলেন, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে গাজাবাসীকে ইসরাইলের অ্যালেনবি ব্রিজের সীমান্ত দিয়ে দেশের বাইরে যাওয়ার সুযোগ দেয়া হচ্ছে। কিন্তু ইসরাইল ও পশ্চিমতীরের শহরগুলোতে তারা ভ্রমণ করতে পারবেন না। ২০ লাখ জনগোষ্ঠীর সরু উপক‚লীয় উপত্যকাটিতে হাজারখানেক খ্রিষ্টান ধর্মাবলম্বী রয়েছেন। তাদের অধিকাংশই গ্রিক অর্থোডক্স। চলতি বছরে ভ্রমণের অনুমতি দেয়ার সাধারণ নীতি লঙ্ঘন করছে দখলদার ইসরাইল। গত বছর গাজার সাতশ খিস্টানকে জেরুজালেম, বেথেলহেম, নাসিরাহ ও অন্যান্য পবিত্র শহরে ভ্রমণের সুযোগ দেয়া হয়েছিল। পবিত্র ধর্মীয় উৎসবে প্রতিবছর এসব শহরে হাজার হাজার তীর্থযাত্রী অংশগ্রহণ করেন। ইসরাইলি মানবাধিকার গোষ্ঠী গিশা বলছে, ফিলিস্তিনি ভূখন্ডের দুটি অংশের মধ্যে প্রবেশ নিষেধাজ্ঞায় কড়াকড়ি আরোপ করতে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। পশ্চিমতীর ও গাজাকে বিচ্ছিন্ন করার নীতিকে আরও তীব্রতর করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। পশ্চিমতীর ও গাজা মিলিয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছেন ফিলিস্তিনিরা। রয়টার্স, মিডল ইস্ট মনিটর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন