বড় রানের লক্ষ্য তাড়ায় জবাবটা ভালোই দিচ্ছে কুমিল্লার ব্যাটসম্যানরা। উদ্বোধনী ব্যাটসম্যান রাজাপাকসে ১২ বলে ২৯ রান করে আউট হন। ইয়াসির অবম্য ফিরে যান দ্রুতই। তারপর সৌম্য ও মালানের ব্যাটে দুর্দান্ত খেলছে দলটি। সৌম্য ২৮ রানে ও মালান ৯ রানে অপরাজিত আছেন।
স্কোর : ৮ ওভারে শেষে ২ উইকেটে ৬৯ রান।
তামিম-পেরেরার ব্যাটে ঢাকার বড় সংগ্রহ
তামিম ইকবাল ও থিসারা পেরেরার ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান তুলেছে ঢাকা। কুমিল্লার বোলারদের শেষ পাঁচ ওভারে এসেছে ৭০ রান। তামিম ৫৩ বলে ৭৪ রানে আউট হলেও ১৭ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন পেরেরা।
সংক্ষিপ্ত স্কোর :
ঢাকা প্লাটুন : ২০ ওভারে ১৮০/৭ (এনামুল ০, তামিম ৭৪, মেহেদী ১২, ইভান্স ২৩, পেরেরা ৪২*, আফ্রিদি ৪, ওয়াহাব ০, মাশরাফি ৯*; মুজিব ১/১৫, আল আমিন ০/২৯, আবু হায়দার ১/২৯, সানাকা ২/৪৮, সৌম্য ২/৩৯, সানজামুল ০/১৫)
ধীরগতিতে এগুচ্ছে ঢাকা
পাওয়ার প্লের ৬ ওভারের মধ্যে দুই উইকেট হারানো ঢাকা রান তুলছে ধীরগতিতে। মেহেদী ১৭ বলে ১২ রান করে আউট হয়েছেন। তামিম ২৭ বলে ২১ রানে অপরাজিত আছেন্ ইভান্স খেলছেন ৭ রানে। খরচ করেছেন ৯টি বল।
স্কোর : ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৯ রান।
উইকেট দিয়েই শুরু মুজিবের
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে বল করতে এসে প্রথম বলেই ঢাকা প্লাটুনের ওপেনার এনামুল হককে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মুজিব-উর-রহমান। এরআগে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠয়েছিলেন কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক দাসুন সানাকা। প্রথম ওভার শেষে ঢাকার সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২ রান। মেহেদী হাসান ও তামিম ইকবাল দুজনেই ১ রান নিয়ে খেলছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন