শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

অস্ত্র ও ইয়াবাসহ হাসু-কাসু বাহিনীর প্রধান গ্রেফতার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হাসু-কাসু বাহিনীর প্রধান মো. আবুল হাসেম ওরফে হাসুকে (৩৫) রাজধানীর মিরপুরে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক বলেন, ঢাকা শহরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হাসু-কাসু বাহিনী মিরপুর, আগারগাঁও ও শেরে-বাংলা নগরসহ আশপাশের এলাকার মূর্তিমান আতঙ্ক। অসংখ্য চাঁদাবাজি, ভূমি দখল, অপহরণ ও খুনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি এবং এক হাজার ১২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, হাসু ব্যবসায়ী, শিল্পপতি, ঠিকাদার, এমনকি চাকুরিজীবীদের কাছ থেকেও নিয়মিত নির্দিষ্ট হারে চাঁদা আদায় করে আসছিলো। তিনি এলাকায় মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলেছেন। হাসু-কাসু বাহিনীর মূলহোতা হাসুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২ টির অধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ বব্যবস্থা গ্রহন করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন