শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাটকল শ্রমিকের মৃত্যুর দায় সরকারকেই বহন করতে হবে খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

মজুরি কমিশন বাস্তবায়ন বকেয়া বেতন চাকরি স্থায়ীকরণসহ ১১ দফা দাবিতে অনশনরত রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেছেন, অনশনরত পাটকল শ্রমিক আবদুস সাত্তারের মৃত্যুর দায় সরকারকেই বহন করতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় পরিস্থিতি আরো অবনতির পূর্বেই সরকারকে অবিলম্বে আন্দোলনরত পাটকল শ্রমিকদের সকল দাবি মেনে নেয়ার আহবান জানান। তারা বলেন, সরকারকে অবিলম্বে পাটকল শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। শ্রমিকরা না খেয়ে মরছে আর সরকার লুটপাটে ব্যস্ত। তারা বলেন, খুলনা, রাজশাহী, নরসিংদীসহ বিভিন্ন স্থানে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু সরকার পাটকল শ্রমিকদের দাবির প্রতি কর্ণপাত করছে না।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন