বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘ইসলামী শাসনই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে’

স্টাফ রিপোর্টার, নরসিংদী : | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আশরাফ আলী আকন বলেছেন, আল কোরআনের আইন ও ইসলামী শাসনই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। তখনই শ্রমিক কৃষকসহ সকল কর্মজীবী মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে। সমাজে সৎ কাজ ও মানুষের কল্যাণ হবে এবং অসৎ কাজে আসবে বাধা। যাকাত নেয়ার মানুষ পাওয়া যাবে না।
তিনি গতকাল শুক্রবার ইসলামী শ্রমিক আন্দোলন পলাশ উপজেলা শাখা আয়োজিত উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীল তরবিয়ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ইসলামী শ্রমিক আন্দোলন পলাশ উপজেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত তরবিয়ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির ট্রেড ইউনিয়ন পরিষদ সম্পাদক ডা. মো. আব্দুল ওয়াহেদ মিয়া, ইসলামী শ্রমিক আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মো. মাসুদুর রহমান, সেক্রেটারী মোহাম্মদ নাসিম আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী শ্রমিক আন্দোলন পলাশ উপজেলা শাখার সেক্রেটারী মোহাম্মদ খবীরুদ্দীন। প্রধান অতিথি আরো বলেন, আমরা অনেকেই ইসলামী শাসন চাইনা। কারণ আমরা পরকালকে ভয় পাইনা। দুনিয়ার ভোগবিলাশ পছন্দ করি, পরকালের ভয় আমাদের মাঝে আসলেই ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে। আসুন আমরা পরকালকে ভয় করি দুনিয়ার লোভলালসা ছেড়ে দিই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন