শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সান্তোকির ‘নো বল’ কা-ে বিসিবির মুখে কুলুপ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত হয়েছে ক্রিসমার সান্তোকির নো বলের ব্যাপারটি। সিলেট থান্ডারের এই ক্যারিবীয় পেসারের অস্বাভাবিক নো বলই এখন চর্চা হচ্ছে ক্রিকেটপাড়ায়।

যদিও ব্যাপারটিকে আভ্যন্তরীন ব্যাখা দিলেও যে ব্যবস্থা নেয়া প্রয়োজন তা ইতিমধ্যেই প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ‘আপনারা জানেন এবার পুরো টুর্নামেন্টের (বিপিএল) প্রতিটি দলেই অ্যান্টি-করাপশনের লোক নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু এই বিষয়ে কোন মন্তব্য করতে চাই না। কারণ এটি একটি আভ্যন্তরীন ইস্যু।’
সিলেট অধিনায়ক মোসাদ্দেক হোসেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচের পর জানিয়েছিলেন, ‘সে (সান্তোকি) ওভার স্টেপিংয়ের বিষয়ে অবগত ছিল না।’ একই ওভারে লেগ সাইডে বড় একটি ওয়াইড বলও করেছিলেন এই ক্যারিবীয়। সান্তোকির এই ইস্যু ছাড়া উল্লেখযোগ্য কোন পারফর্ম করতে পারেননি তিনি। বিপিএলের এবারের আসরে তিনি নিষ্প্রভ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন