শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভাংগায় ৬ গুণীজনকে সম্মাননা

ভাংগা (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৬ গুণী ব্যক্তিকে সম্মাননা দিয়েছে ভাংগার তারেক মাসুদ ফাউন্ডেশন। গত শুক্রবার ভাংগার পৌরসভার নুরপুর গ্রামে তারেক মাসুদের বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন বাংলা একাডেমিক মহা-পরিচালক হাবিবুল্লাহ সিরাজী, প্রখাত চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, আলোকচিত্রী নাসির আলী মামুন, মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, অধ্যক্ষ এএইচ রেজাউল করিম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজ ইমাম মিলন। সম্মাননা প্রাপ্ত ৬ জনের মধ্যে হাবিবুল্লাহ সিরাজী ছাড়া সকলেই উপস্থিত ছিলেন। হাবিবুল্লাহ সিরাজীর পক্ষে সম্মাননা গ্রহণ করেন লেখক সাদিয়া মাহাজাবিন ইমাম। সম্মাননা প্রাপ্তদেরকে ক্রেস্ট প্রদান ছাড়াও উত্তরীয় পরিয়ে দেন সেজুতী মাসুদ। এছাড়াও অনুষ্ঠানে খ্যাতিমান লেখকদের নিয়ে নির্বাচিত তারেক মাসুদ সংখ্যা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তাদিরুল আহাম্মেদ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন তারেক মাসুদ জননী নুরুন্নাহার মাসুদ। স্বাগত বক্তব্য রাখেন সাইদ মাসুদ, অনুভ‚তি বক্তব্য রাখেন মোরশেদুল ইসলামের সহধর্মিনী আলোকচিত্রী মুনিরা মোরশেদ, অধ্যক্ষ বাবুল আশরাফ, অধ্যক্ষ নজরুল ইসলাম, সাংবাদিক ওবায়দুল আলম সম্রাট প্রমুখ। বক্তারা তারেক মাসুদের স্মৃতি ও স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য তার বাড়ির সামনে তার স্মরণে একটি ফিল্ম ইনিস্টিটিউট প্রতিষ্ঠার আহবান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন