বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী জীবন

মহানবীর সা. ধারাবাহিক জীবনী

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

গোযওয়ায়ে যী কারাদ
ওরা পাহাড়ের সরু পথে প্রবেশ করলে আমি পাহাড়ের উপর উঠে পাথর নিক্ষেপ করতে লাগলাম। এমনি করে ক্রমাগত তাদের অনুসরণ করছিলাম। এক সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সবগুলো উট নিজের নিয়ন্ত্রণে নিয়ে এলাম। এরপরও তাদের ধাওয়া অব্যহত রাখলাম। তারা তখন বোঝা হালকা করতে ৩০টি চাদর এবং ৩০টিরও বেশি বর্শা ফেলে রেখে সামনে অগ্রসর হলো। তারা যা কিছুই ফেলে যেতো আমি তার পাশে চিহ্ন স্বরুপ কয়েকটা পাথর জড়ো করে রাখতাম। আল্লাহর রসূল এবং তাঁর সঙ্গীদের চেনার সুবিধার্থে এরুপ করতাম। এরপর ওরা একটি ঘাঁটির সংকীর্ণ মোড়ে বসে দুপুরের খাবার খেতে লাগলো। আমিও এক জায়গায় বসলাম। ওদের মধ্যে ৪ জন আমার দিকে আসছিল। আমি তাদের কথা শুনতে পাচ্ছিলাম। আমি তাদের বললাম, তোমরা আমাকে চেনো? আমার নাম সালমা ইবনে আকওয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন