শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মহাকাশ থেকে রাতের পৃথিবী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

১৪০ বছর আগে বৈদ্যুতিক বাতির আবিষ্কার বদলে দিয়েছে বিশ্বের অনেক কিছুই। পৃথিবীর বিভিন্ন প্রান্তে রাতের বেলায় যখন জ্বলে যায় আলো, তখন মোহময়ী দেখতে লাগে এই বিশ্বকে। মহাকাশ থেকে রাতের পৃথিবীর দৃশ্য আগেই ক্যামেরা বন্দি করেছিল নাসা। সেইসব ভিডিও আলোড়ন তুলেছিল নেটদুনিয়ায়। এবার রাতের পৃথিবীর ছবি সম্বলিত ২০০ পাতার একটি বই প্রকাশ করেছে নাসা। এই বই প্রকাশের খবর নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে বুধবার জানিয়েছে নাসা। ওই ই-বুকের নাম দেয়া হয়েছে ‘আর্থ অ্যাট নাইট’। ওই বই প্রকাশ করে নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪০ বছর আগে লাইট বাল্বের আবিষ্কারের পর থেকে মানুষ কীভাবে সাজিয়ে তুলেছে রাতের পৃথিবীকে তা রয়েছে এই বইতে। সঙ্গে দুর্লভ ছবি। নাসার দেয়া তথ্য অনুসারে ২০০ পাতার এই বইতে রয়েছে ১৫০টিরও বেশি ছবি। গত ২৫ বছর ধরে তোলা ছবিগুলো ঠাঁই পেয়েছে এই ই-বুকে। ছবির সঙ্গে রয়েছে ব্যাখ্যাও। কীভাবে বিজ্ঞানীরা রাতের পৃথিবীকে পর্যবেক্ষণ করেছেন সে বর্ণনাও রয়েছে এই বইয়ে। এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন