বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারত ৩৭২ কি.মি. সীমান্ত জবরদখল করেছে : নেপাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রাম বাহাদুর থাপা বলেছেন যে ভারত তার দেশের ৩৭২ কিলোমিটার সীমান্তে জমি জবর দখল করে রেখেছে। শুক্রবার সংসদের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির এক বৈঠকে থাপা এ কথা বলেন। ভারত তার নতুন রাজনৈতিক মানচিত্রে নেপালের কালাপানি, লিপুলেখ ও লিমিয়াধুরা এলাকাগুলোকে নিজের বলে অন্তর্ভুক্ত করছে। এ বিষয়ে আলোচনার জন্য ওই বৈঠক ডাকা হয়। মন্ত্রী বলেন, নেপাল তার সীমান্ত সুরক্ষার জন্য সীমান্ত পুলিশ বাহিনী মোতায়েন করেছে কিন্তু তা যথেষ্ঠ নয়। তিনি সংসদীয় কমিটিকে জানান, সীমান্ত নিরাপত্তার জন্য ৩৭,০০০ সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু এই সংখ্যা অপর্যাপ্ত। মন্ত্রী জানান যে সীমান্ত রক্ষী সংখ্যা বাড়ানো হবে এবং ভারত সীমান্তে আরো ৭০টি নতুন চৌকি নির্মাণ কর হবে। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন