বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আরও একজন পাটকল শ্রমিকের মৃত্যু

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১:১৫ পিএম

খুলনায় সোহরাব (৫৫) নামে আরও এক পাটকল শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোবাবার ভোর সাড়ে ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার।
রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্লাটিনাম জুবিলি জুট মিলের ম্যাকানিক্যাল বিভাগের শ্রমিক সোহরাব সকালে মারা গেছেন। তিনি অনশনকালে অসুস্থ হয়ে মিল গেটের পার্শ্ববর্তী মনিষা ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। এরপর সুস্থ হয়ে গতকাল শনিবার মিলে কাজে যোগ দেন। আজ ভোরে নিজ বাসায় ফের অসুস্থ হয়ে পড়লে ভোর সাড়ে ৬টার দিকে খুমেক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সকাল সাড়ে ৭টায় মারা যান তিনি।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে খুমেক হাসপাতালের কোনো চিকিৎসকের বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় খুলনায় আমরণ অনশনে অসুস্থ হয়ে একই মিলের তাঁত বিভাগের শ্রমিক আব্দুস সাত্তার (৫৫) মারা যান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
** হতদরিদ্র দিনমজুর কহে ** ১৫ ডিসেম্বর, ২০১৯, ১:৫৮ পিএম says : 0
এ মূর্তুর দায় কার? অনশনরত ২জন শ্রমিকের মৃর্তু হয়েছে।জানিনা এর দায় কে নেবে।পাট কল শ্রমিকের দাবী মেনে নিন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন