শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সোশ্যাল মিডিয়াময় মহান বিজয় দিবসের বর্ণিল শুভেচ্ছা

আবদুল মোমিন | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৯, ৮:২৬ পিএম

‘বিজয় তুমি ১৬ ডিসেম্বর-লাখো শহীদের রক্তমাখা প্রাণ/ বিজয় তুমি শাশ্বত বাংলার সোনালি ফসল-সরষে ফুলের ঘ্রাণ’। মহান বিজয় দিবসে কবির কবিতার এই চিত্রপট যেন বর্ণিলভাবে ফুটে উঠেছিল নেটদুনিয়া জুড়ে। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিজয়ের আনন্দে উদ্ভাসিত হয়ে মেতে উঠেছিল গোটা বাঙালি জাতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সরব জানান দিয়েছেন তারা।

আজ ১৬ ডিসেম্বর ৪৯তম মহান বিজয় দিবস পালিত হয়। বীরের জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের অস্তিত্ব প্রতিষ্ঠার চিরস্মরণীয় দিন। মুক্তির জয়গানে মুখর জাতি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান সেই অকুতোভয় বীরদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এ বিজয়।

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মেহেদী হাসান পলাশ এক ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘‘ঐক্য, দেশপ্রেম ও সততায় উদ্ভাসিত হোক আমাদের বিজয়। সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা।’’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রওনক খান লিখেছেন, ‘‘বিজয়ের আনন্দ যেমন আছে, তেমনি আছে দেশের প্রতি আমাদের দায়িত্ববোধ ও শ্রদ্ধা! এবার যেন আমাদের নিজ নিজ দায়িত্ববোধের জায়গায় আমাদের সকলেরই সচেতন হবার সময়! ভাল থাকুক দেশ, তবেই ভাল থাকবো আমরা সবাই! শুভ বিজয় দিবস!’’

‘‘বীর সেনাদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলতে চাই তোমাদের হারিয়ে আজ আমরা ভীতুর জাতিতে পরিণত হয়েছি। আমরা পারিনি তোমাদের মতো মাথা উঁচু করে আজকের দুর্নীতি ধর্ষণ ঘুষ চাঁদাবাজি লুটতরাজদের বিরুদ্ধে সংগ্রাম প্রতিষ্ঠা করতে। ক্ষমা করে দিও মোদের জাতির শ্রেষ্ঠ শহীদ সন্তান। তোমরা ওপারে সুখে থাকো রইল তোমাদের প্রতি দোয়া’’ লিখেছেন ফিরুজ আহাম্মাদ।

শুভেচ্ছা জানিয়ে মো. রাজন লিখেছেন, ‘‘মুক্তির লাল সবুজ উল্লাসে পাজরের বন্ধনগুলো অন্য আলোয় উদ্ভাসিত মাসের লালিত ক্ষোভের দাবানলে ক্ষয় হয়ে যাক মনের সব নীচতা, মৌনতা, হীনতা। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।’’

প্রিন্স আরাফাত লিখেছেন, ‘‘বিজয় মানে একটা মানচিত্র, বিজয় মানে একটা লালসবুজের পতাকা, বিজয় মানে একটা গর্বিত জাতি, বিজয় মানে অস্তিত্বে বাংলাদেশ। বিজয়ের ৪৭ বছর পূর্তিতে এই গর্বিত জাতি গড়ার সকল কারিগরকে মন থেকে জানাই শুভেচ্ছা।’’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন