বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

স্বাধীনতাকে সম্মুন্নত রাখতে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

মুহম্মদ শফিকুর রহমান এমপি

ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল সোমবার দুপুরে ফরিদগঞ্জে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেছেন, মহান স্বাধীনতা যুদ্ধে আমদের মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা অবদানের কারণে বর্তমান সরকার নানাভাবে সম্মানিত করছেন। মুক্তিযোদ্ধা ভাতাকে ক্রমশ বাড়িয়ে চলেছেন। মুক্তিযোদ্ধাদের অব্যশই বীরমুক্তিযোদ্ধা বলে অভিহিত করার নিদের্শনা দিয়েছেন। দিয়েছেন নানা সুযোগ সুবিধা। আজ বিজয় দিবসের দিনে তাদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিয়ে তাদেরকে বিশেষ সম্মানিত করছেন। এখন আমরা যারা মুক্তিযোদ্ধা রয়েছি, তাদের দায়িত্ব আরো বেড়ে গেল। সরকার ইতোমধ্যেই দশ সহ¯্রাধিক রাজাকারের তালিকা প্রকাশ করেছে। এর বাইরে যারা আমাদের জানার মধ্যে রয়েছে তাদের নাম সুনিদিষ্টভাবে চিহ্নিত করে প্রকাশ করতে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, স্বাধীনতার এতবছর পরেও জামায়াত শিবিররা বসে নেই, তারা এখন মাঠে কাড়ি কাড়ি টাকা নিয়ে নেমেছে। তারা কৌশলে আ.লীগে অনুপ্রবেশ করছে। তাই আমাদের এসব নিয়ে সর্তক থাকতে হবে। তাদের চিহ্নিত করে প্রতিহত করতে হবে। নিজের পরিবারের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার মাধ্যমে তাদের চেতনাবোধ জাগ্রত করতে হবে। মুক্তিযুদ্ধের অর্জিত স্বাধীনতাকে সম্মুন্নত রাখতে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাÐার শহিদ উল্ল্যা তপাদারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তার, ওসি আব্দুর রকিব, মেয়র মাহফুজুল হক, মুক্তিযোদ্ধা আব্দুর রব বিএসসি, আলী হোসেন ভুঁইয়া প্রমুখ। আলোচনা শেষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং স্মার্ট কার্ড তুলে দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন