শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

১ মাস পর সোনামসজিদ বন্দরে পাথর আমদানি শুরু

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৯, ৫:৫৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি প্রায় ১ মাস বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে পূনরায় পাথর আমদানি শুরু হবে বলে জানিয়েছে আমদানি-রপ্তানিকারকের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু। জানা গেছে- গত ১৫ ডিসেম্বর জিরো পয়েন্টে সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের নেতৃবৃন্দ ও ভারতের মহদিপুর এক্সপোর্টার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে ভারত থেকে পাথর আমদানির ক্ষেত্রে জটিলতার সমাধানে আলোচনার পর এবং সোমবার রাতে ১০টার দিকে মহদিপুর স্থলবন্দর এক্সপোর্টার এসোসিয়েশনের সভাপতি নিখিল ঘোষ সোনামসজিদ আমদানি-রপ্তানিকারকের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবুকে মুঠোফোনে পাথর রপ্তানির ক্ষেত্রে সকল জটিলতা নিরসন হয়েছে বলে জানায়। ফলে মঙ্গলবার দুপুর থেকে পাথর আমদানি শুরু হবে জানায় সোনামসজিদ আমদানি-রপ্তানিকারকের সাধারণ সম্পাদক। এর আগে সোমবার স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের সাথে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের নেতৃবৃন্দের সাথে আমদানিকৃত পাথরের ট্যারিফ পরিশোধের সমস্যা নিয়ে কয়েক দফা আলোচনা শেষে সমস্যা সমাধান হয়েছে। ফলে পাথর আমদানির ক্ষেত্রে রপ্তানিকারক, পানামার সাথে আমদানিকারকদের আর কোন জটিলতা না থাকায় আজ মঙ্গলবার ভারতের মহদিপুর বন্দর এলাকায় আটকে পড়া পাথর বোঝাই ট্রাকগুলো সোনামসজিদ বন্দরে প্রবেশ করবে। আমদানিকৃত পাথরের সরকারি নিয়ম অনুযায়ী স্থলবন্দর কর্তৃপক্ষকে ট্যারিফ ফি পরিশোধ করে আমদানিকারকেরা পানামা থেকে পাথরভর্তি ট্রাক তাদের নিজস্ব ইয়ার্ডে নিতে পারবে। উল্লেখ্য, পাথর আমদানির নিরসন নিয়ে গত ১৩ ডিসেম্বর শুক্রবার স্থানীয় সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট ব্যবসায়ীর একটি টিম ভারতের পশ্চিম বাংলার মালদাহ জেলা ম্যাজিস্ট্রেটের সাথে সাক্ষাত করে মহদিপুর স্থলবন্দরে পাথর রপ্তানির ক্ষেত্রে জটিলতা নিয়ে আলোচনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন