শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সরকারের ঊর্ধ্বতনরা কোটি টাকার গাড়ি পাচ্ছেন!

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

সরকারের শীর্ষ কর্মচারীরা ৯৪ লাখ টাকার গাড়ি পাচ্ছেন এবার। সরকারের এক ও দুই নং গ্রেডের কর্মকর্তাদের জন্য গাড়ি হবে প্রায় কোটি টাকা মূল্যের। এক নির্দেশনায় বলা হয়েছে, এই দুই গ্রেডের কোনো সরকারি কর্মকর্তা ৯৪ লাখ টাকার গাড়ি। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, পরিদফতরে যারা রয়েছেন তারাই এ সুবিধা পাবেন। অর্থ মন্ত্রণালয় থেকে যুগ্ম সচিব হাবিবুন নাহারের স্বাক্ষরিত নির্দেশনাটি সম্প্রতি জারি করা হয়।
এতে বলা হয়েছে, বিভিন্ন কোম্পানির কার, জিপ, পিকআপ, মাইক্রোবাস, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, কোস্টার মিনিবার (এসি ও ননএসি) ও ট্রাকের বাজারদর বিবেচনা করে যানবাহনের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী সরকারের কর্মচারীদের ব্যবহারের জন্য সর্বোচ্চ ৪৪ লাখ টাকার মাইক্রোবাস, ৪৪ লাখ টাকার অ্যাম্বুলেন্স, ৩৫ লাখ টাকার প্রাইভেট কার, ২৮ লাখ টাকার পিক আপ, ১ লাখ ৪০ হাজার টাকার মোটরসাইকেল, ৬৯ লাখ টাকার শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাস, ৪২ লাখ ২৯ হাজার টাকার বাস, ৩৯ লাখ টাকার ৫ টনের ট্রাক, ৩১ লাখ ৭৫ হাজার টাকার ৩ টনের ট্রাক কিনতে পারবে সরকারের দফতরগুলো। এছাড়া গ্রেড ১ ও ২-এর কর্মচারীরা ৯৪ লাখ টাকার জিপ এবং গ্রেড তিন পর্যায়ের কর্মচারীদের জন্য ৫৭ লাখ টাকার জিপ কেনা যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন