শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিজয় দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

৪৯তম মহান বিজয় দিবস উদযাপন করেছে উত্তরা মডেল টাউনে অবস্থিত রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। এ উপলক্ষে কলেজের স্থায়ী ক্যাম্পাস দিয়াবাড়িতে শ্রদ্ধায় সিক্ত সব আয়োজনমালার মধ্যে ছিলো- শিশিরের গায়ে সূর্যোদয়ের সাথে সাথে বিজয়ের নিশান জাতীয় পতাকা উত্তোলন, সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও মনোজ্ঞ কুচকাওয়াজ। বিজয় দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো-প্রার্থনা, মুক্তিযোদ্ধার চিঠি থেকে পাঠ, আলোচনা সভা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী। বীরত্বের এক অবিস্মরীয় দিন মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সকল আয়োজনে উপস্থিত ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম, প্রশাসনিক ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্নেল এম. কামালউদ্দিন ভূঁইয়া (অব.), পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম। আলোচনা পর্বে সংগ্রামের মহানায়ক জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও রক্তাক্ত মুক্তিযুদ্ধ নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলেন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মিহির লাল সাহা এবং পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক নোমান মোত্তাকী। মহান বিজয় দিবসের সকল আয়োজনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন অনুষদের প্রধানগণ, ছাত্রÑছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন