শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় হাইকোর্টে রুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে পরিচ্ছন্ন রাখা এবং দূষণমুক্ত পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি এফআরএম নাজমুল আহসান এবং বিচারপতি কেএম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। পর্যটন মন্ত্রণালয় সচিব, পরিবেশ মন্ত্রণালয় সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ‘ট্রাভেলার্স অব বাংলাদেশ’ নামক একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন মুহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে এ রিট করেন। তারপক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট বারের অ্যাডভোকেট শেখ ওমর শরীফ। এর আগে চলতিবছর অক্টোবরে এই গ্রুপটি পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে ৫৫৫ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ করে। এরপর সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় জনস্বার্থে এই রিট করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন