বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

গোটা চট্টগ্রাম পর্বেই অনিশ্চিত তামিম!

ইমরান মাহমুদ, চট্টগ্রাম থেকে | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৯, ১২:২২ এএম

ঢাকা পর্ব শেষে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পৌঁছে গেছে বন্দরনগরী চট্টগ্রামে। তবে শুরুতেই দুঃসংবাদ শুনতে হয়েছে স্থানীয় সমর্থকদের। ঘরের ছেলে তামিম ইকবালকেই প্রথম ম্যাচে দেখতে পাচ্ছে না তারা। হঠাৎ জ্বর নিয়ে ভর্তি গতপরশু ভর্তি হয়েছিলেন রাজধানীর অ্যাপোলো হাসপাতালে। তাইতো আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তারই ‘ঘরের’ দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলতে পারছেন না ঢাকা প্লাটুনের এই তারকা ওপেনার। শুধু এই ম্যাচই নয়, গোটা চট্টগ্রাম পর্বেই ‘লোকাল হিরো’র খেলা নিয়েই আছে শঙ্কা!

এক সঙ্গে অনেক কিছু ভোগাচ্ছে তামিমকে। কুঁচকির চোট তো আগেই ছিল। ফুড পয়জনিং আর জ¦রে নতুন করে উঁকি দিচ্ছিল ডেঙ্গুর শঙ্কা। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী অবশ্য নিশ্চিত করলেন ডেঙ্গু নয় বলে, ‘ফুড পয়জনিং আসলে নয়। ওর টয়লেট হচ্ছিল, বমি ছিল, সঙ্গে জ্বর। তামিমকে বিভিন্ন ধরনের পরীক্ষা করানোর পর আজ (গতকাল) নিশ্চিত হওয়া গেছে, এটা ডেঙ্গু নয়। আর ফুড পয়জনিং কিন্তু ভাইরাসের কারণেও হতে পারে। এক কথায় বলতে গেলে এটা ভাইরাল অসুস্থতা। তেমন খারাপ কিছু না। আজ (গতকাল) হাসপাতালে থাকতে বলেছে। কাল (আজ) ছেড়ে দেবে।’

তবে চট্টগ্রাম পর্বে হয়তো তামিমকে মাঠে নাও দেখা যেতে পারে তামিমকে। তেমন এক শঙ্কার কথাও শোনালেন দেবাশীষ, ‘ওর শরীর এখন দুর্বল, তবে আমার ব্যক্তিগত মত হলো, আগামী দু-চার দিন (খেলায়) নেই এটা নিশ্চিত। শেষের দিকে একটা ম্যাচ (খেলতে) পারতেও পারে হয়তোবা। কুঁচকিতে ব্যথা আছে তার, তবে ব্যথার চেয়ে আগে জ্বর নিয়ন্ত্রণ করতে হচ্ছে। জ্বরের জন্যই সে কয়েক দিন খেলার বাইরে থাকবে। কাল (আজ) শরীর ভালো থাকলে ওর একটা স্ক্যান করানো হবে। যদি সবকিছু ঠিক-ঠাক থাকে কবে সে মাঠে ফেরার চেষ্টা করতে পারে। তবে সার্বিক দিক বিবেচনা করলে, আমি ঝুঁকি নেয়ার পক্ষে নই।’

বাংলাদেশের অন্যতম সেরা ওপেনারই তামিম। স্বাভাবিকভাবেই ঘরোয়া ক্রিকেটে তার দিকেই তাকিয়ে থাকে দলগুলো। ঢাকা পর্বে ফর্মে ফেরার ইঙ্গিতও দিয়েছিলেন তামিম। দুই ম্যাচে ৭৪ ও ৩১ রানের ইনিংস খেলেছেন। তাই তাকে ছাড়া কিছুটা হলেও সমস্যায় পড়বে ঢাকা। চট্টগ্রাম পর্বে ঢাকার ম্যাচ তিনটি, আজ চ্যালেঞ্জার্সের ম্যাচটি বাদ দিলেও ২৩ ডিসেম্বর কুমিল্লা ওয়ারিয়র্স ও পরদিন সিলেট থান্ডারের বিপক্ষে খেলবে প্লাটুন। এই দুটি ম্যাচেই দলের সেরা ব্যাটসম্যানকে পেতে মুখিয়ে ঢাকার ম্যানেজার আহসানউল্লাহ হাসান, ‘হঠাৎ করেই জ্বর হওয়ায় তামিম দলের সঙ্গে আসতে পারেননি। অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছে। চিকিৎসক জানিয়েছেন এটা স্বাভাবিক ভাইরাস জ্বর। ভয়ের কিছু নেই। এই (চট্টগ্রাম) ম্যাচে না পেলেও আশা করছি চট্টগ্রামের দ্বিতীয় ম্যাচ থেকে খেলবে তামিম।’

এদিকে গতকাল বিকেলে চট্টগ্রামের এম আজিজ স্টেডিয়ামে ঢাকা প্লাটুনের অনুশীলন শেষে তামিমের খেলার সম্ভাবনা নিয়ে সবশেষ পরিস্থিতি জানালেন কোচ সালাউদ্দিন, ‘কঠিন। আমার মনে হয় খুব কঠিন। এখনো হাসপাতালে আছে সে। দু-দিন প্রচ- জ্বর ছিল। আমার মনে হয় সুস্থ হলেও তাঁর জন্য কঠিন হয়ে যাবে কালকে (আজ) খেলা। আমরা আসলে বিকল্প ভেবে রেখেছি ওর।’ তবে সেটি কে- একটু মুচকি হাসি দিয়ে তা নিয়ে রেখে দিলেন রহস্য। এদিন দলটির অনুশীলনে ছিলেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। চোট কিংবা ফিটনেস নিয়ে দেশসেরা অধিনায়কের কোনো সমস্যা আছে কি না, এ ব্যাপারে জানতে চাইলে আশ্বস্ত করলেন বিপিএলের সফল এই কোচ, ‘মাশরাফি ঠিক আছে। চিন্তা না করলেও চলবে। এখন সে তৈরি হচ্ছে। জিম করছে, সুইমিং করছে। মাঠে না থাকলেও মনে করবেন না সে খেলার মধ্যে নেই।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন