শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কুয়েতে নতুন সরকারের শপথ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৯, ১২:২২ এএম | আপডেট : ৭:৫০ এএম, ১৮ ডিসেম্বর, ২০১৯

শপথ নিয়েছে কুয়েতের নতুন সরকার। শাসক পরিবারের সদস্যদের সঙ্গে পার্লামেন্টের বিরোধের জের ধরে পূর্ববর্তী সরকার পদত্যাগ করার এক মাস পর গতকাল নতুন সরকার শপথ নিল। নতুন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল-সাবাহ। আগের সরকার পদত্যাগ করার কয়েকদিন পর তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন কুয়েতের শাসক শেখ সাবাহ আল আহমদ আল সাবাহ।
সরকারি তহবিলের অপব্যবহারের কথিত অভিযোগ গণমাধ্যমে আসার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এই বিরোধের জের ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটের ডাক দেন আইনপ্রণেতারা।
এরপরই নভেম্বরে তৎকালীন সরকার পদত্যাগ করে। কেয়ারটেকার প্রধানমন্ত্রী শেখ জাবের আল মুবারক আল সাবাহকে প্রথমে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানানো হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। সূত্র : রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন