শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শেষ আটে বাংলাদেশের চার শাটলার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৯, ৭:৫৮ পিএম

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ ব্যাডমিন্টন টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশের চার শাটলার। এরা হলেন- এককে উর্মি আক্তার ও নাসিমা খাতুন এবং দ্বৈতে গৌরব সিং, মাঙ্গাল সিং। এই চারজন নিজেদের ইভেন্টে স্বদেশীদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। বৃহস্পতিবার পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ দ্বৈতে গৌরব ও মাঙ্গাল জুটি ২-০ সেটে স্বদেশী জয় ও লোকমান জুটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে। অন্যদিকে নারী এককে উর্মি আক্তার ২-০ সেটে স্বদেশী লিকা পোদ্দারকে এবং নাসিমা ২-০ সেটে জেরিন আহমেদকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেন। কাল টুর্নামেন্টের ২২টি খেলা অনুষ্ঠিত হয়। প্রতিটি ম্যাচই ছিল কোয়ার্টারে ওঠার লড়াই। যেখানে বিদেশীদের ভীড়ে সফল হয়েছেন লাল-সবুজের চারজন। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য সচিব আবদুল মালেক এদিন জিমনেসিয়ামে উপস্থিত থেকে শেষ ষোল’র ম্যাচ দেখেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘জুনিয়র এই টুর্নামেন্ট থেকে আমাদের দু’জন করে সেরা কিশোর ও কিশোরী শাটলার বাছাই করবো। পরবর্তীতে তাদের দীর্ঘমেয়াদী অনুশীলনের আওতায় আনা হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন