বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সাহিত্য

মসনবী শরীফ

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

মাওলানা জালাল উদ্দীন রূমী রহ.
কাব্যানুবাদ : রূহুল আমীন খান
সওদাগর কে উপদেশ দিয়ে তোতার উড়ে যাওয়া

২০১৫. সওদাগর কে দিয়ে কিছু মধুর উপদেশ
বিদায় সালাম দিয়ে তোতা চলল আপন দেশ।

২০১৬. বলল খাজা : যাও গো তোতা বলার কিছু নাই
যেই নয়াপথ বাতলে দিলে চলব মেনে তাই।

২০১৭. মনে মনে বলল খাজা, হয়েছে আর নয়
এই পথেই চলব এবার, এ পথ আলোকময়।

২০১৮. আমার জীবন কম কিসে ওই তোতার জীবন থেকে
ধন্য জীবন, দিশ্ মেলে যার চরণ রেখা দেখে।

লোক সমাজে গণ্য মান্য ও শ্রদ্ধার পাত্র হওয়ার কুফল

২০১৯. বলল : খাজা বিদায় বিদায় শুকরিয়া শুকরিয়া
ধন্য করেছেন প্রিঁজরা থেকে নাজাত দিয়া।

২০২০. যাচ্ছি চলে আপন দেশে করছি মুনাজাত
একদা আপনিও লভুন এই ভাবে নাজাত।

২০২১. এই দেহটা খাঁচার মু দ্বারে কুলুপ আটা
প্র্রাণ-সরণির ভেতর বাহির দুই দিকেই কাঁটা।

২০২২. এক জনা তার বলে আমি তোমার সহগামী
জন্য জনা বলে তোমার প্র্রিয় সখা আমি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন