বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার

হিলি বন্দর সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বিজিবি দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী (বিএসএফ) কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুণ্য রেখায় ২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে বিজিবির হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার তবিবুর রহমান ভারতের ১৯৯ পতিরাম ব্যাটালিনকে ১০ প্যাকেট মিষ্টি উপহার দেন। বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার শ্রী জাগদিস প্রসাদ মিষ্টি গ্রহণ করেন।এ সময় সেখানে হিলি আইসিপি ক্যাম্পের হাবিলদার জাহাঙ্গীর হোসেন ও চেকপোস্ট কমান্ডার নায়েক রাকিব হোসেনসহ বিজিবি-বিএসএফ এর সদস্যগন উপস্থিত ছিলেন।
বিজিবির হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার তবিবুর রহমান জানান, সীমান্তে সৌহার্দ্য সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষে দু’দেশের বিভিন্ন ধর্মীয়, জাতীয় ও বিশেষ দিনগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। এতে করে সীমান্তে দায়ীত্ব পালনরত দু’বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃড় হবে বলে তিনি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন