শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মাওলানা শামছুল হক সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন - এ এম এম বাহাউদ্দীন

বিশেষ আলোচনা সভায়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

জামিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন বলেছেন, দেশ বরেণ্য আলেমেদ্বীন অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা শামছুল হক তাছাওফের শিক্ষক ছিলেন যার কোন লোভ, রাজনৈতিক চিন্তা, স্বার্থের চিন্তা ছিলনা। সর্বদাই তিনি মানুষের কল্যাণে, দ্বীনের পথের নির্দেশনা দানে ব্যস্ত সময় পার করতেন। আমার পিতা মরহুম মাওলানা এম এ মান্নান (রহ.) এর অত্যন্ত কাছে ও আস্থাভাজন মানুষ ছিলেন তিনি। হযরত মাওলানা শামছুল হকের জীবনাদর্শের উপর বিশেষ আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় কার্যালয় মহাখালীস্থ মসজিদে গাউছুল আজম কমপ্লেক্সে বাদ মাগরীব এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ এম এম বাহাউদ্দীন বলেন, মাওলানা শামছুল হক সাহেবের কাছে যেকোন সমস্যা নিয়ে গেলে তিনি অত্যন্ত সাবলিল ও হাসিমুখে তা সমাধানের পথ বলে দিতেন। আমার নিজের দেখা এতবড় আলেম ও আধ্যাত্মিক ব্যক্তি দেশে খুব কমই আছে। শুধু আমাদের দেশেই নয় সারা বিশ্বেই এখন ভোগবাদী আলেমদের ছড়াছড়ি। যখন সবাই নিজ নিজ আখের ঘুচাতে ব্যস্ত ঠিক সেই সময়ে একজন স্বার্থত্যাগী ও মানব কল্যাণে আত্মনিয়োগকারী ব্যাক্তি ছিলেন তিনি।
ইনকিলাব সম্পাদক বলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সহ-সভাপতি, গুলশান সেন্ট্রাল মসজিদের সম্মানীত সাবেক খতিব ও ইমাম, উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, শামছাবাদ দরবার শরীফ গজীপুর এর পীর সাহেব তিনি। চাইলেই তিনি সম্পদের পাহাড় গড়তে পারতেন, পারতেন দেশের ধনী ব্যাক্তিদের তালিকায় নিজের নাম লেখাতে, কিন্তু তিনি তা করেননি বরং যা আয় করেছেন তার সিংহ ভাগই দান করে দিয়েছেন। বর্তমানে সারা দেশের আলেম ও ওয়াজিনদের মধ্যেই নিজেকে সোস্যাল মিডিয়া তথা ফেইসবুক ইউটিউবে প্রতিষ্ঠিত করার প্রবনতা দেখা যায় কিন্ত আজ পর্যন্ত আমি তার ভিতরে তেমন কোন আগ্রহ দেখিনি।
তিনি বলেন, বাংলাদেশে যদি মাওলানা শামছুল হক সাহেবে মত আলেম ও হক্কানী পীর থাকতো তাহলে হয়তো দেশের এতটা সংকট ও অন্যায় থাকতো না। দেশের মধ্যে আল্লাহর রহমত বিরাজ করত। সর্বত্রই এখন অশান্তি ও উসৃংখলতা বিরাজ করছে, আমাদের মোবাইল ফোনে যতগুলো না কোরআনের আয়াত রয়েছে তার থেকে বেশী অশ্লিল ডকুমেন্টারী থাকে। যার ফল আমরা আমাদের বাস্তব জীবনে ভোগ করছি।
ওয়াজ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জামিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব ও শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী। ওয়াজ ও আলোচনা পেশ করবেন, আলহাজ্ব মাওলানা কবি রূহুল আমীন খান- সিনিয়ার সহ-সভাপতি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ও নির্বাহী সম্পাদক দৈনিক ইনকিলাব, আলহাজ্ব মাওলানা ইউনুস আল-আযহারী- সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহাখালী হোসাইনিয়া কামিল মাদরাসা, মাওলানা নূরুল আমীন আতেকী- খতিব মিরপুর আন্নূরী জামে মসজিদ, মাওলানা আব্দুল বাতেন- সাবেক জমিয়াত ওয়ার্কিং কমিটির সদস্য, মাওলানা আব্দুর রহমান বেলাসী- সাবেক জমিয়াত স্ট্যান্ডিং কমিটির সদস্য, মাওলানা আনোয়ার হোসাইন মোল্লাহ্- অধ্যক্ষ উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসা, মাওলানা ইসাম উদ্দীন আত্তারী, মাওলানা এজহারুল হক- অধ্যক্ষ মোহাম্মাদপুর গাউছিয়া কামিল মাদরাসা, ড. মাওলানা নজরুল ইসলাম আল মারুফ- অধ্যক্ষ মহাখালী হোসাইনিয়া কামিল মাদরাসা। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে মরহুম হযরত মাওলানা শামছুল হক (রহ.) সাহেবের মুরিদান, ভক্ত, আাশেকীনগণ মহতী মাহফিলে অংশ নেন। সবশেষে মরহুম পীর ছাহেব কেবলার বড় ছাহেবজাদা মহাখালী হোসাইনিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস ও পূর্ব রাজাবাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মাহবুবুর রহমান মরহুমের আত্মার মাগফিরাতে ও দেশের সার্বিক কল্যাণে দোয়া ও মোনাজাত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (17)
মোহাম্মদ মোশাররফ ২০ ডিসেম্বর, ২০১৯, ১০:০৯ পিএম says : 0
আল্লাহ ওনাকে বেহেস্ত নাসিব করুন।
Total Reply(0)
মেহেদী ২০ ডিসেম্বর, ২০১৯, ১০:০৯ পিএম says : 0
মাওলানা শামছুল হক সাহেবে বিনয়ী, সদালাপী, পরোপকারী, অতিথীপরায়ন, অনাথ-দুস্থদের সাহায্যকারী ছিলেন।
Total Reply(0)
কাজী হাফিজ ২০ ডিসেম্বর, ২০১৯, ১০:০৯ পিএম says : 0
এক কথায় হযরত ছিলেন রাসূলে আকরাম (সঃ) এর সুন্নতেরপূর্ণ অনুসারী। আল্লাহ উত্তম প্রতিদান দিন।
Total Reply(0)
মোহাম্মদ কাজী নুর আলম ২০ ডিসেম্বর, ২০১৯, ১০:১৩ পিএম says : 0
একজন বরেণ্য আলেমেদ্বীনের প্রশংসা করায় দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীনকে ধন্যবাদ। আলেমদের এভাবেই মূল্যায়ন করা উচিত।
Total Reply(0)
জোহেব শাহরিয়ার ২০ ডিসেম্বর, ২০১৯, ১০:১৪ পিএম says : 0
তার মতো আরেকজন আলেম আমরা পাবো কিনা আল্লাহ তায়ালাই ভালো জানেন। মরহুমের সর্বোচ্চ প্রতিদান কামনা করছি।
Total Reply(0)
কে এম শাকীর ২০ ডিসেম্বর, ২০১৯, ১০:১৫ পিএম says : 0
প্রিয় সম্পাদক আপনার সাথে একমত। আমাদের মোবাইল ফোনে যতগুলো না কোরআনের আয়াত রয়েছে তার থেকে বেশী অশ্লিল ডকুমেন্টারী রয়েছে।
Total Reply(0)
কাজী আনাস ২০ ডিসেম্বর, ২০১৯, ১০:১৬ পিএম says : 0
মহান আল্লাহ আপনার মঙ্গল করুক। আমি আলেমপ্রেমী মানুষ খুবই পছন্দ করি।
Total Reply(0)
সাকা চৌধুরী ২০ ডিসেম্বর, ২০১৯, ১০:২৯ পিএম says : 0
ভালো ভালো মানুষদের আল্লাহ নিয়ে যাচ্ছেন, শূন্যতা পূরণ করবেন কিনা তিনিই ভালো জানেন। মরহুমের জান্নাত কামনা করছি।
Total Reply(0)
গাজী আনওয়ার ২০ ডিসেম্বর, ২০১৯, ১০:৩২ পিএম says : 0
মরহুম মাওলানা এম এ মান্নান (রহ.) ও মাওলানা শামছুল হক দুজনেই পছন্দের আলেম। মহান আল্লাহ তাদের জান্নাতবাসী করুন। আমিন
Total Reply(0)
রাকিবউদ্দিন ২১ ডিসেম্বর, ২০১৯, ১:৪৭ এএম says : 0
মাওলানা শামছুল হক একজন ভালোবাসার মানুষ ছিলেন, তার জান্নাত কামনা করি।
Total Reply(0)
আলাউদ্দিন ২১ ডিসেম্বর, ২০১৯, ১:৪৯ এএম says : 0
একজন আলেমের প্রতি আপনার এই শ্রোদ্ধাবোধ দেখে খুবই ভালো লাগলো।
Total Reply(0)
আনওয়ার হোসেন ২১ ডিসেম্বর, ২০১৯, ১:৫২ এএম says : 0
দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন সাবের আলেমভক্তি আমাদের কাছে খুবই ভালো লাগে। আল্লাহ আাপনার সবকিছুতে বরকত দিন।
Total Reply(0)
আল আমিন ২১ ডিসেম্বর, ২০১৯, ১১:০৯ এএম says : 0
দেশ বরেণ্য আলেমেদ্বীন অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা শামছুল হক একজন স্বার্থত্যাগী ও মানব কল্যাণে আত্মনিয়োগকারী ব্যাক্তি ছিলেন। আল্লাহ তাকে উত্তম জাযাহ প্রদান করুক।
Total Reply(0)
শরীফুল ইসলাম ২১ ডিসেম্বর, ২০১৯, ১১:১২ এএম says : 0
আলেমেদ্বীন অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা শামছুল হক সাহেবের জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।
Total Reply(0)
সোয়েব আহমেদ ২১ ডিসেম্বর, ২০১৯, ৪:২৪ পিএম says : 0
‘এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।’ - তিনি এমনই জীবন গঠন করেছিলেন
Total Reply(0)
রফিক ২১ ডিসেম্বর, ২০১৯, ৪:২৫ পিএম says : 0
তার রুহের মাগফিরাত কামনা করছি
Total Reply(0)
নাজিম উদ্দিন ২১ ডিসেম্বর, ২০১৯, ৪:২৫ পিএম says : 0
আল্লাহ তায়ালা তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন